
মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার:
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের জন্য তিন দিনব্যাপী প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি পুনর্মিলনী উদ্বোধন করেন এবং প্যারেডে অংশগ্রহণকারী ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের সালাম গ্রহণ করেন।
সেনাপ্রধান বক্তৃতায় প্রাক্তন ও নতুন ক্যাডেটদের দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। তিনি বলেন, “ভাল মানুষ হতে হবে, নীতি ও নৈতিকতার সাথে কাজ করতে হবে। আমাদের লক্ষ্য বেশি সংখ্যক দক্ষ নারী ক্যাডেট তৈরি করা। দেশের উন্নয়নে নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন অপরিহার্য। নতুন ক্যাডেটদের উদ্দেশ্যে বলছি, পূর্বসূরিদের মতো দেশ ও জাতির জন্য কাজ করে যান।”
জয়পুরহাট এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা বলেন, “শিক্ষার আসল লক্ষ্য সফল করতে হলে গরীব ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করতে হবে।” এছাড়া কলেজের অধ্যক্ষ আরিফুল হকও বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, কলেজের শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন স্তরের সাংবাদিকরা। প্রাক্তন ক্যাডেটরা পুরনো স্মৃতি স্মরণ ও নেটওয়ার্ক জোরদারের জন্য এই পুনর্মিলনীতে অংশগ্রহণ করেন।
এই তিন দিনব্যাপী পুনর্মিলনী প্রাক্তন ও বর্তমান ক্যাডেটদের মধ্যে ঐক্য ও অনুপ্রেরণা বৃদ্ধিতে সহায়ক হিসেবে বিবেচিত হচ্ছে। 