
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলায় বিশেষ অভিযানে ১০ লিটার বাংলা সোলায় মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে ৪নং পারইল ইউনিয়নের তালপুকুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
রাণীনগর থানার এসআই নাজমুল হকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম এ অভিযান চালায়। এ সময় ১০ লিটার বাংলা সোলায় মদ জব্দ করা হয় এবং দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—
তালপুকুর পারইল গ্রামের মৃত লগেনের ছেলে লক্ষ্মণ সরকার (৪৫)
একই গ্রামের নেপাল সরকারের স্ত্রী শ্রীমতী পলি রাণী (৩২)
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু রায়হান বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। মাদক নির্মূলে আমাদের অভিযান চলমান রয়েছে।”
তিনি আরও জানান, গ্রেফতারকৃত দুজনকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।