1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে জমকালো আয়োজনে জেলা প্রশাসক T-20 ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্তি হিংসা নয়, সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মাছুদুর রহমান মিলন বাঘায় ছাত্রদলের উদ্যোগে রাস্তা সংস্কার: দুর্ভোগ থেকে মুক্তি পেল এলাকাবাসী বকশীগঞ্জে ভাগ্নের জমি দখল ও ঘর ভাঙচুরের অভিযোগ মামার বিরুদ্ধে, বৃদ্ধা বোনকে পিটিয়ে জখম বাঘায় মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন, তবে ন্যায্য দাম না পেয়ে লোকসানের শঙ্কায় কৃষকরা টঙ্গীতে পৃথক দুই পোশাক কারখানায় আতঙ্ক: শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের আফরোজা খানম ঝিনাইগাতীতে বন বিভাগের রাতব্যাপী অভিযান: মাহিন্দ্র ও ট্রাকসহ ৫ যানবাহন আটক, মামলা দায়ের বাকেরগঞ্জে ত্রয়োদশ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা প্রশাসকের মতবিনিময় সভা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন কবি আবদুল হান্নান ইউজেটিক্স

জয়পুরহাটে পাঁচ বছরের শিশুর রহস্যমৃত্যু, সৎ মা আটক হত্যার অভিযোগে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে
জয়পুরহাট আক্কেলপুরে পাঁচ বছরের শিশুর রহস্যমৃত্যু নিয়ে পুলিশ তদন্ত করছে
জয়পুরহাটে পাঁচ বছরের নাঈমের রহস্যমৃত্যুতে সৎ মা আটক । পুরো এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। পুলিশ ময়নাতদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করছে।

মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের গিলাকুড়ী গ্রামে পাঁচ বছর বয়সী নাঈমের রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দাবি করেছেন, এটি দুর্ঘটনা নয়, বরং নির্মম হত্যাকাণ্ড। এ ঘটনায় শিশুটির সৎ মা জাহানারা বেগম (৩০) কে সন্দেহজনক হিসেবে পুলিশ আটক করেছে।

রবিবার (৩০ নভেম্বর) বিকেলে খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। পারিবারিক সূত্রে জানা গেছে, নাঈমের জন্মের এক বছর পরই তার মাতাকে হারায় এবং তার বাবা খলিলুর রহমান দ্বিতীয় বিয়ে করেন জাহানারা বেগমের সঙ্গে।

ভুক্তভোগীদের অভিযোগ, সকালে নাঈম খাবার চাইলে সৎ মা ক্ষিপ্ত হয়ে তার মাথায় আঘাত করেন এবং পরে শিশুটিকে বাথরুমে ফেলে রেখে যান। স্থানীয়রা শিশুটিকে দেখতে পেয়ে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ বাড়িতে আনার পর ক্ষুব্ধ এলাকাবাসী জাহানারাকে আটক করে পুলিশে খবর দেন।

আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) গণেশ চন্দ্র বলেন, “শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রকৃত ঘটনা তদন্তের পরই বলা সম্ভব।”
তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, সৎ মাকে থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গ্রামজুড়ে শোক ও ক্ষোভ বিরাজ করছে। এলাকার বাসিন্দারা পুলিশের তদন্তের মাধ্যমে শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের আশা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট