
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি-
বরিশালের বাকেরগঞ্জে প্রয়াত সাংবাদিক হাফেজ মো. খলিলুর রহমানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় কলসকাঠী বিএম একাডেমি হাই স্কুল মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে মরহুমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মাওলানা রেদওয়ান উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত জানাজায় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা নাছির উদ্দিন রোকুন ডাকুয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ফিরোজ আলম, ইসলামী চিন্তাবিদ মাওলানা মো. খলিলুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, রিপোর্টার্স ইউনিটির প্রচার সম্পাদক শাহিন হাওলাদার এবং মরহুমের ছোট ভাই মো. মিজানুর রহমানসহ অন্যান্যরা।
জানাজায় বক্তারা মরহুম সাংবাদিক হাফেজ মো. খলিলুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, সাংবাদিক হাফেজ মো. খলিলুর রহমান ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় ইন্তেকাল করেন।