1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে জমকালো আয়োজনে জেলা প্রশাসক T-20 ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্তি হিংসা নয়, সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মাছুদুর রহমান মিলন বাঘায় ছাত্রদলের উদ্যোগে রাস্তা সংস্কার: দুর্ভোগ থেকে মুক্তি পেল এলাকাবাসী বকশীগঞ্জে ভাগ্নের জমি দখল ও ঘর ভাঙচুরের অভিযোগ মামার বিরুদ্ধে, বৃদ্ধা বোনকে পিটিয়ে জখম বাঘায় মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন, তবে ন্যায্য দাম না পেয়ে লোকসানের শঙ্কায় কৃষকরা টঙ্গীতে পৃথক দুই পোশাক কারখানায় আতঙ্ক: শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের আফরোজা খানম ঝিনাইগাতীতে বন বিভাগের রাতব্যাপী অভিযান: মাহিন্দ্র ও ট্রাকসহ ৫ যানবাহন আটক, মামলা দায়ের বাকেরগঞ্জে ত্রয়োদশ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা প্রশাসকের মতবিনিময় সভা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন কবি আবদুল হান্নান ইউজেটিক্স

ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতায় রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে: কিম জং উন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে
ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন বলেছেন, ইউক্রেন যুদ্ধে একসঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতার মধ্য দিয়ে রাশিয়ার সঙ্গে তার দেশের সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হয়েছে। নববর্ষ উপলক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাঠানো শুভেচ্ছা বার্তায় কিম উল্লেখ করেন, দুই দেশ এখন রক্ত, জীবন ও মৃত্যুর অভিন্ন বন্ধনে আবদ্ধ।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) শনিবার (২৭ ডিসেম্বর) কিম জং উনের ওই বার্তা প্রকাশ করে। বার্তায় তিনি বলেন, ২০২৫ সাল উত্তর কোরিয়া–রাশিয়া সম্পর্কের ইতিহাসে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ বছর। এই সম্পর্ক কেবল বর্তমান প্রজন্মের মধ্যেই সীমাবদ্ধ নয়; ভবিষ্যৎ প্রজন্মের জন্যও এটি একটি মূল্যবান কৌশলগত সম্পদ হিসেবে বিবেচিত হবে।

এর আগে গত ১৮ ডিসেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিম জং উনকে পাঠানো নববর্ষের শুভেচ্ছা বার্তায় ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক এলাকায় উত্তর কোরীয় সেনাদের ভূমিকার প্রশংসা করেন। পুতিন ওই বার্তায় দুই দেশের বন্ধুত্বকে অটুট ও দৃঢ় বলে উল্লেখ করেন।

দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা বিভিন্ন গোয়েন্দা সংস্থার দাবি অনুযায়ী, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা দিতে উত্তর কোরিয়া হাজার হাজার সেনা মোতায়েন করেছে। চলতি বছরের এপ্রিলে পিয়ংইয়ং প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে সেনা পাঠানোর বিষয়টি স্বীকার করে এবং সংঘর্ষে তাদের সেনা নিহত হওয়ার তথ্যও প্রকাশ করে।

সম্প্রতি কিম জং উন জানান, কুরস্ক অঞ্চলে মাইন অপসারণ অভিযানে অংশ নেওয়া উত্তর কোরীয় সেনাদের মধ্যে অন্তত নয়জন প্রাণ হারিয়েছেন। পাশাপাশি তিনি দেশের ক্ষেপণাস্ত্র উৎপাদন আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন এবং নতুন গোলাবারুদ কারখানা স্থাপনের পরিকল্পনার কথাও ঘোষণা করেছেন।

সূত্র: কেসিএনএ, এএফপি, আল জাজিরা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট