1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে জমকালো আয়োজনে জেলা প্রশাসক T-20 ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্তি হিংসা নয়, সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মাছুদুর রহমান মিলন বাঘায় ছাত্রদলের উদ্যোগে রাস্তা সংস্কার: দুর্ভোগ থেকে মুক্তি পেল এলাকাবাসী বকশীগঞ্জে ভাগ্নের জমি দখল ও ঘর ভাঙচুরের অভিযোগ মামার বিরুদ্ধে, বৃদ্ধা বোনকে পিটিয়ে জখম বাঘায় মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন, তবে ন্যায্য দাম না পেয়ে লোকসানের শঙ্কায় কৃষকরা টঙ্গীতে পৃথক দুই পোশাক কারখানায় আতঙ্ক: শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের আফরোজা খানম ঝিনাইগাতীতে বন বিভাগের রাতব্যাপী অভিযান: মাহিন্দ্র ও ট্রাকসহ ৫ যানবাহন আটক, মামলা দায়ের বাকেরগঞ্জে ত্রয়োদশ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা প্রশাসকের মতবিনিময় সভা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন কবি আবদুল হান্নান ইউজেটিক্স

নান্দাইলে ফসলি জমিতে অবৈধ খাল খননের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে
নান্দাইলে ফসলি জমিতে অবৈধ খাল খননের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইলে ফসলি জমির ওপর দিয়ে জোরপূর্বক ও অবৈধভাবে খাল খনন চেষ্টার প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। রোববার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার আচারগাঁও ইউনিয়নের ধরগাঁও বিলপাড় এলাকায় খননস্থলেই এই কর্মসূচি পালিত হয়।

অভিযোগ উঠেছে, পাশের চণ্ডীপাশা ইউনিয়নের ডাংরী গ্রামের ইউপি সদস্য মাহাবুব আলমের নেতৃত্বে কোনো সরকারি বরাদ্দ বা অনুমোদন ছাড়াই এই খনন কাজ চালানো হচ্ছিল।

মানববন্ধনে স্থানীয়রা জানান, যে স্থান দিয়ে খাল খনন করা হচ্ছে, সেখানে বিগত ৬০-৭০ বছর আগে একটি খাল ছিল। তবে গত ৪০-৫০ বছর ধরে ওই জায়গায় খালের কোনো অস্তিত্ব বা চিহ্ন নেই। বর্তমানে সেখানে স্থানীয়দের ব্যক্তি মালিকানাধীন আবাদি ফসলি জমি রয়েছে। অথচ জমির মালিকদের অনুমতি না নিয়েই সম্পূর্ণ গায়ের জোরে খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, এক ইউনিয়নের লোকজন অন্য ইউনিয়নের জমিতে এসে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার কাজ চালাচ্ছে। এতে দুই গ্রামের কৃষকদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। স্থানীয়রা খাল খননে বাধা দিলে প্রতিপক্ষ জোরপূর্বক কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করে, ফলে বড় ধরনের মারামারি ও সংঘাতের আশঙ্কা তৈরি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তার কথা ভেবে জমির মালিকরা সাময়িকভাবে সরে যান।

পরবর্তীতে এলাকাবাসী বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) অবহিত করেন। অভিযোগ পেয়ে ইউএনও তাৎক্ষণিকভাবে খাল খননের কাজ বন্ধের নির্দেশ দেন। একইসঙ্গে তিনি জানান, সৃষ্ট সমস্যা সমাধানে দুই ইউনিয়নের সংশ্লিষ্টদের নিয়ে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এলাকাবাসী প্রশাসনের কাছে বিষয়টির দ্রুত তদন্ত সাপেক্ষে একটি স্থায়ী ও ন্যায়সংগত সমাধানের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট