
আবুল হাশেম, রাজশাহী ব্যুরো: রাজশাহীর বাঘা উপজেলায় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের আয়োজনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদকে বিশাল সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১২ জানুয়ারি ২০২৬) দুপুরে বাঘা উপজেলার নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন প্রশান্ত পান্ডের বাড়ির আঙিনায় এই সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, “আমি আপনাদের পাহারাদার হয়ে থাকতে চাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন নিরাপদে, শান্তিতে ও মর্যাদার সাথে এই মাটিতে বসবাস করতে পারে—সেই লক্ষ্যেই আমি রাজনীতি করি।” তিনি আরও বলেন, “সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমি নির্বাচিত হলে চারঘাট-বাঘা এলাকার সব ধর্মের মানুষের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করব।”
অনুষ্ঠানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ আবু সাঈদ চাঁদের দীর্ঘ রাজনৈতিক জীবনের কর্মকাণ্ডের প্রশংসা করেন। বক্তারা বলেন, সাধারণ মানুষের সুখে-দুঃখে তিনি সবসময় পাশে থাকেন। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের সাথে তার দীর্ঘদিনের সুসম্পর্ক ও সহমর্মিতার কারণে তারা আগামীতে এই নেতার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বাঘা উপজেলার বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সভা শেষে আবু সাঈদ চাঁদকে ফুলের মালা ও চাদর দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়। এ সময় বাঘা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে আগামী নির্বাচনের প্রচারণায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।