1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
বকশীগঞ্জে নগর উন্নয়ন অধিদপ্তরের মাসব্যাপী গণশুনানি শুরু পলাশী ফতেপুর পূর্বপাড়ায় রাস্তা সংস্কার: ছাত্রদল নেতার উদ্যোগে দুর্ভোগের অবসান হাইকোর্টের নির্দেশে শেরপুর-২ আসনে এবি পার্টির আব্দুল্লাহ বাদশার মনোনয়ন পত্র গ্রহণ ঝিনাইগাতীতে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শেরপুরে জমকালো আয়োজনে জেলা প্রশাসক T-20 ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্তি হিংসা নয়, সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মাছুদুর রহমান মিলন বাঘায় ছাত্রদলের উদ্যোগে রাস্তা সংস্কার: দুর্ভোগ থেকে মুক্তি পেল এলাকাবাসী বকশীগঞ্জে ভাগ্নের জমি দখল ও ঘর ভাঙচুরের অভিযোগ মামার বিরুদ্ধে, বৃদ্ধা বোনকে পিটিয়ে জখম বাঘায় মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন, তবে ন্যায্য দাম না পেয়ে লোকসানের শঙ্কায় কৃষকরা টঙ্গীতে পৃথক দুই পোশাক কারখানায় আতঙ্ক: শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

বকশীগঞ্জে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে সাংবাদিক পরিবারের সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে
বকশীগঞ্জে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করছেন সাংবাদিক মনিরুজ্জামান লিমন ও স্বপ্না বেগম।
বকশীগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিক পরিবারের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন স্বপ্না বেগম।

মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জমিজমা বিরোধকে কেন্দ্র করে একের পর এক মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বকশীগঞ্জের এক সাংবাদিক পরিবার।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বকশীগঞ্জ উপজেলার জানকিপুর মির্ধাপাড়া গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী সাংবাদিক মনিরুজ্জামান লিমন ও তার ভাবি স্বপ্না বেগম।

সংবাদ সম্মেলনে স্বপ্না বেগম অভিযোগ করে বলেন, তার সহোদর বড় ভাই বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জামালপুর জজ কোর্টের আইনজীবী ইসমাইল সিরাজী জমিজমার বিরোধের জের ধরে গত ২১ জুলাই সাংবাদিক লিমন, স্বপ্নার স্বামী মিল্লাত মিয়া ও অপর এক ব্যক্তির নামে জামালপুর কোর্টে একটি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, ১০ সেপ্টেম্বর ইসমাইল সিরাজী তাকে মামলার আপোসের কথা বলে নিজের বাড়িতে ডেকে নিয়ে স্বামীকে তালাক দিতে বলেন। রাজি না হওয়ায় প্রথমে মারধর এবং পরে গলা টিপে হত্যার চেষ্টা চালান বলে অভিযোগ করেন স্বপ্না বেগম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এরপর ২১ সেপ্টেম্বর জামালপুর জজ কোর্টে মামলা করতে গেলে ইসমাইল সিরাজী ও তার সহযোগীরা বাধা দেন এবং জীবননাশের হুমকি প্রদান করেন। কোর্ট থেকে ফিরে আসার পরদিনই তার স্বামী, দেবর সাংবাদিক লিমন ও এক মাদ্রাসা শিক্ষকের নামে আরেকটি মিথ্যা মামলা দায়ের করা হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার জানান, আওয়ামী লীগ নেতা ইসমাইল সিরাজী ধারাবাহিকভাবে মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করে যাচ্ছেন। তারা এ অবস্থা থেকে মুক্তি ও আইনি সহায়তা চান।

সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট