1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে জমকালো আয়োজনে জেলা প্রশাসক T-20 ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্তি হিংসা নয়, সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মাছুদুর রহমান মিলন বাঘায় ছাত্রদলের উদ্যোগে রাস্তা সংস্কার: দুর্ভোগ থেকে মুক্তি পেল এলাকাবাসী বকশীগঞ্জে ভাগ্নের জমি দখল ও ঘর ভাঙচুরের অভিযোগ মামার বিরুদ্ধে, বৃদ্ধা বোনকে পিটিয়ে জখম বাঘায় মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন, তবে ন্যায্য দাম না পেয়ে লোকসানের শঙ্কায় কৃষকরা টঙ্গীতে পৃথক দুই পোশাক কারখানায় আতঙ্ক: শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের আফরোজা খানম ঝিনাইগাতীতে বন বিভাগের রাতব্যাপী অভিযান: মাহিন্দ্র ও ট্রাকসহ ৫ যানবাহন আটক, মামলা দায়ের বাকেরগঞ্জে ত্রয়োদশ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা প্রশাসকের মতবিনিময় সভা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন কবি আবদুল হান্নান ইউজেটিক্স

পলাশবাড়ীতে খাওয়ার অনউপযোগী হয়ে পড়েছে দুস্থ নারী কর্মসূচির ৩২ টন চাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ীতে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে স্তুপ করা নষ্ট চালের বস্তা
গাইবান্ধার পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অরক্ষিত অবস্থায় রাখা চাল নষ্ট হয়ে পড়েছে।

আশরাফুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নে ২০২৫-২০২৬ চক্রের ভিডাব্লিউবি (গ্রামীণ দুস্থ অসহায় নারী আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচি) এর আওতায় ২৬৬ জন উপকারভোগীর জন্য বরাদ্দ প্রায় ৩২ টন চাল খাওয়ার অনউপযোগী হয়ে পড়েছে।

অগাস্ট থেকে নভেম্বর—এই চার মাসের চাল ইউপি চেয়ারম্যান কর্তৃক উত্তোলন করে মাসের পর মাস অরক্ষিত অবস্থায় হোসেনপুর ইউনিয়নের হাসবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে রাখা হয়। দীর্ঘ সময় ধরে সংরক্ষণের অভাবে মৌসুমী আর্দ্রতায় চালগুলো নষ্ট হয়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সুবিধাভোগী নারীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

গত ৭ অক্টোবর ২০২৫ তারিখে হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটুর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের হিসাব রক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার আজাহার আলীর সঙ্গে ভাগাভাগি নিয়ে মতবিরোধের কারণেই চাল বিতরণে দেরি হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, প্রায় ৪৫ শতাংশ চাল নষ্ট হয়ে গেছে। এতে সুবিধাভোগীরা ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত খাওয়ার উপযোগী চাল প্রদানের দাবি জানান।

হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়, ফলে কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার বলেন, “সুবিধাভোগীদের কার্ডে আজ স্বাক্ষর দেওয়া হয়েছে, দুই একদিনের মধ্যেই বিতরণের ব্যবস্থা করা হবে। বিতরণের সময় চালের মান যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের হোসেন গণমাধ্যমকে জানান, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট