মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে লাভলী আক্তার (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক স্বামী ওয়াহেদ আলীকে (৬৫) আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে বকশীগঞ্জ পৌর শহরের নামাপাড়া গ্রামে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নামাপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে ওয়াহেদ আলী ও তার স্ত্রী লাভলী আক্তারের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে গত ২ জুলাই (বুধবার) ভোরে নিজ ঘরে কথা-কাটাকাটির এক পর্যায়ে ওয়াহেদ আলী ধারালো ছুরি দিয়ে স্ত্রী লাভলীর বুকে এলোপাতাড়ি আঘাত করেন।
লাভলীর চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে লাভলী আক্তার মৃত্যুবরণ করেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, “ঘটনার পরপরই ঘাতক স্বামী ওয়াহেদ আলীকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে হত্যা মামলা রুজু করা হবে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।