
নীলফামারী) প্রতিনিধি:
পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর ধারাবাহিকতায় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর একটি বিশেষ অভিযানে নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখরিবাড়ি ইউনিয়নের তিস্তা নদী সংলগ্ন বার্নির ঘাট এলাকায় বিপুল পরিমাণ অবৈধভাবে উত্তোলিত পাথর জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় পরিচালিত ওই অভিযানে প্রায় ১০,০০০ ঘনফুট পাথর উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১০ লাখ টাকা। বিজিবি জানিয়েছে, কিছু অসাধু ব্যবসায়ী যন্ত্রচালিত নৌকার মাধ্যমে এসব পাথর অবৈধভাবে উত্তোলন করছিল।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সীমান্তবর্তী এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে নদী ও চরাঞ্চল থেকে বালু-পাথর উত্তোলনের মাধ্যমে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত করে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। এ পরিস্থিতিতে বিজিবি কঠোর অবস্থান নিয়েছে।
অভিযানে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান উপস্থিত ছিলেন। তাঁর নেতৃত্বে বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করে অভিযান পরিচালিত হয়। উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরাও।
জব্দ করা পাথর জনপ্রতিনিধিদের হেফাজতে রাখা হয়েছে এবং পরবর্তীতে কাস্টমস কর্তৃপক্ষের উপস্থিতিতে নিলাম কার্যক্রম সম্পন্ন করার প্রক্রিয়া চলছে।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদ্বীন বলেন,
“সীমান্ত এলাকার প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বিজিবি সর্বদা সচেষ্ট। অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিজিবি শুধু সীমান্ত নয়, পরিবেশ রক্ষাতেও দায়িত্ব পালন করছে।”
স্থানীয়রা বিজিবির এই পদক্ষেপের প্রশংসা করে বলেন,
“এ ধরনের অভিযান নদী ও প্রকৃতির ভারসাম্য রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে।”