মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা অনুযায়ী ৩১ দফা বাস্তবায়নের দাবিতে শেরপুরের ঝিনাইগাতীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে ঝিনাইগাতী সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভা শুরুর আগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল মান্নানের নেতৃত্বে একটি বিশাল র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সেকান্দর আলীর সভাপতিত্বে শুরু হয় মতবিনিময় ও আলোচনা সভা।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল মান্নান। তিনি সরকারের দমন-পীড়ন, গুম, হামলা এবং গায়েবি মামলার বিষয় তুলে ধরে বলেন, “এই স্বৈরাচারী আওয়ামী শাসনের অবসান ঘটাতে ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন জরুরি।”
এসময় তিনি আসন্ন উপজেলা বিএনপির কমিটিতে সদস্য সচিব পদে প্রার্থী হিসেবে উপস্থিত নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন এবং ৩১ দফার পক্ষে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।