
শ্রী মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে ইট ভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে উপজেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতি। বুধবার (১২ নভেম্বর) সকালে উপজেলার মেসার্স শাহী ফিলিং স্টেশন প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাণীনগর উপজেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার শাহ। এতে সমিতির সদস্য, শত শত শ্রমিক ও সাধারণ ইটভাটা কর্মীরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।
সমিতির সদস্য আবু বক্কর বলেন,
“আমরা দীর্ঘদিন ধরে পরিবেশবান্ধব প্রযুক্তিতে ইট উৎপাদন করছি। প্রতিটি ইটভাটায় শত শত শ্রমিক জীবিকা নির্বাহ করছে। কিন্তু হঠাৎ করে ইটভাটা বন্ধ করে দিলে এসব শ্রমিকের পরিবার অনাহারে পড়বে। আমাদের লাখ লাখ টাকার বিনিয়োগও ঝুঁকির মুখে পড়বে।”
সমিতির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম অভিযোগ করে বলেন,
“২০১৬ সাল পর্যন্ত পরিবেশ অধিদপ্তর থেকে নবায়ন সার্টিফিকেট দেওয়া হলেও এরপর থেকে আবেদন করেও আমরা কোনো অনুমোদন পাচ্ছি না। অথচ প্রতি মৌসুমে ভাটাগুলোতে অভিযান চালিয়ে মালিকদের ক্ষতির মুখে ঠেলে দেওয়া হচ্ছে।”
তিনি সরকারের কাছে দাবি জানান, উন্নয়নমূলক কাজের স্বার্থে চলমান ইটভাটাগুলোকে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ও সার্টিফিকেট নবায়নের সুযোগ দেওয়া হোক।
সভাপতি আব্দুস সাত্তার শাহ বলেন,
“দেশের লাখ লাখ ভাটা শ্রমিকদের পেটে লাথি মারা হচ্ছে। সরকার যদি দ্রুত ইটভাটাগুলো নিয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না নেয়, তবে মালিক ও শ্রমিকরা মিলে রাজপথে নামতে বাধ্য হবে।”
তিনি আরও জানান, পরিবেশবান্ধব প্রযুক্তিতে ইট উৎপাদনের বিকল্প ব্যবস্থা করতে সরকারের সহযোগিতা প্রয়োজন। নচেৎ আগামীতে দেশব্যাপী কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।