1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে জমকালো আয়োজনে জেলা প্রশাসক T-20 ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্তি হিংসা নয়, সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মাছুদুর রহমান মিলন বাঘায় ছাত্রদলের উদ্যোগে রাস্তা সংস্কার: দুর্ভোগ থেকে মুক্তি পেল এলাকাবাসী বকশীগঞ্জে ভাগ্নের জমি দখল ও ঘর ভাঙচুরের অভিযোগ মামার বিরুদ্ধে, বৃদ্ধা বোনকে পিটিয়ে জখম বাঘায় মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন, তবে ন্যায্য দাম না পেয়ে লোকসানের শঙ্কায় কৃষকরা টঙ্গীতে পৃথক দুই পোশাক কারখানায় আতঙ্ক: শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের আফরোজা খানম ঝিনাইগাতীতে বন বিভাগের রাতব্যাপী অভিযান: মাহিন্দ্র ও ট্রাকসহ ৫ যানবাহন আটক, মামলা দায়ের বাকেরগঞ্জে ত্রয়োদশ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা প্রশাসকের মতবিনিময় সভা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন কবি আবদুল হান্নান ইউজেটিক্স

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে প্রাক্তন ক্যাডেটদের ৩ দিনব্যাপী প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের পুনর্মিলনীতে প্রাক্তন ও বর্তমান ক্যাডেটরা প্যারেডে অংশগ্রহণ করছেন।
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে প্রাক্তন ক্যাডেটদের জন্য তিন দিনব্যাপী প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অংশগ্রহণ করে দেশ ও জাতির সেবায় ক্যাডেটদের আত্মনিয়োগের আহ্বান জানান।

মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার:

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের জন্য তিন দিনব্যাপী প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি পুনর্মিলনী উদ্বোধন করেন এবং প্যারেডে অংশগ্রহণকারী ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের সালাম গ্রহণ করেন।

সেনাপ্রধান বক্তৃতায় প্রাক্তন ও নতুন ক্যাডেটদের দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। তিনি বলেন, “ভাল মানুষ হতে হবে, নীতি ও নৈতিকতার সাথে কাজ করতে হবে। আমাদের লক্ষ্য বেশি সংখ্যক দক্ষ নারী ক্যাডেট তৈরি করা। দেশের উন্নয়নে নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন অপরিহার্য। নতুন ক্যাডেটদের উদ্দেশ্যে বলছি, পূর্বসূরিদের মতো দেশ ও জাতির জন্য কাজ করে যান।”

জয়পুরহাট এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা বলেন, “শিক্ষার আসল লক্ষ্য সফল করতে হলে গরীব ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করতে হবে।” এছাড়া কলেজের অধ্যক্ষ আরিফুল হকও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, কলেজের শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন স্তরের সাংবাদিকরা। প্রাক্তন ক্যাডেটরা পুরনো স্মৃতি স্মরণ ও নেটওয়ার্ক জোরদারের জন্য এই পুনর্মিলনীতে অংশগ্রহণ করেন।

এই তিন দিনব্যাপী পুনর্মিলনী প্রাক্তন ও বর্তমান ক্যাডেটদের মধ্যে ঐক্য ও অনুপ্রেরণা বৃদ্ধিতে সহায়ক হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট