মাহফুজুর রহমান সাইমন, শেরপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দল, শেরপুর জেলা শাখার উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) রাত ১০টায় শহরের খোয়ার পাড়ে অবস্থিত দলের প্রধান কার্যালয়ে এই আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ী সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের শেরপুর জেলা শাখার সভাপতি মোঃ বিল্লাল সরকার। মিলাদ ও দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেন, “জাতীয়তাবাদী ব্যবসায়ী দল দেশের ক্ষুদ্র, মাঝারি ও বড় ব্যবসায়ীদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করতে কাজ করছে। আমাদের মূল লক্ষ্য কালোবাজারি, অতি মুনাফাকারী ও সিন্ডিকেট ভাঙা।”
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ শামীম আহমেদ। তিনি বলেন, “ব্যবসায়ীদের অধিকার রক্ষায় বিএনপি ও জাতীয়তাবাদী ব্যবসায়ী দল সবসময় মাঠে আছে এবং থাকবে। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে ব্যবসায়ীদের অবদান অনস্বীকার্য। তাই আমরা চাচ্ছি সবাইকে নিয়ে একটি স্বচ্ছ ও ন্যায়নিষ্ঠ ব্যবসা পরিবেশ গড়ে তুলতে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মোঃ ওসমান গনি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ লিখন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী নেতা মোঃ কমল হোসেন বাবলু এবং সমাজসেবক মোঃ হোসেন আলী। তারা সবাই জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের ভূমিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন।
বক্তারা বলেন, বিএনপির আদর্শ ও নেতৃত্বে বিশ্বাসী ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করতে হবে। শুধু রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, জাতীয়তাবাদী ব্যবসায়ী দল হতে পারে ব্যবসায়ীদের কল্যাণে একটি কার্যকর সংগঠন। তারা আরও বলেন, “জনগণের স্বার্থ সবার আগে, জনগণ বাঁচলে দেশ বাঁচবে। তাই ব্যবসায়ীদের উচিত রাজনৈতিকভাবে সচেতন থাকা এবং ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া।”
বক্তারা জানান, জননেতা তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বিএনপিকে শক্তিশালী করতে, দেশের অর্থনীতিকে পুনর্গঠনের জন্য সারাদেশে জাতীয়তাবাদী ব্যবসায়ী দল কার্যক্রম পরিচালনা করবে।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন স্থানীয় এক মাওলানা। দোয়া ও মোনাজাতে জাতীয় নেতৃবৃন্দের সুস্বাস্থ্য, দেশের সমৃদ্ধি এবং বিএনপির বিজয় কামনা করা হয়।
এই মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানান আয়োজকরা।