1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে জমকালো আয়োজনে জেলা প্রশাসক T-20 ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্তি হিংসা নয়, সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মাছুদুর রহমান মিলন বাঘায় ছাত্রদলের উদ্যোগে রাস্তা সংস্কার: দুর্ভোগ থেকে মুক্তি পেল এলাকাবাসী বকশীগঞ্জে ভাগ্নের জমি দখল ও ঘর ভাঙচুরের অভিযোগ মামার বিরুদ্ধে, বৃদ্ধা বোনকে পিটিয়ে জখম বাঘায় মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন, তবে ন্যায্য দাম না পেয়ে লোকসানের শঙ্কায় কৃষকরা টঙ্গীতে পৃথক দুই পোশাক কারখানায় আতঙ্ক: শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের আফরোজা খানম ঝিনাইগাতীতে বন বিভাগের রাতব্যাপী অভিযান: মাহিন্দ্র ও ট্রাকসহ ৫ যানবাহন আটক, মামলা দায়ের বাকেরগঞ্জে ত্রয়োদশ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা প্রশাসকের মতবিনিময় সভা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন কবি আবদুল হান্নান ইউজেটিক্স

ডিমলায় অবৈধ জমি জবরদখলের ঘটনায় বিজ্ঞ আদালতে মামলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা থানার ঝুনাগাছচাপানী ইউনিয়নের উত্তর ঝুনাগাছচাপানী (কলেজ পাড়া) গ্রামে অবৈধভাবে জমি জবর দখলের ঘটনায় ডিমলার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে।

ইংরেজি ৪/০৮/২০২৫ তারিখে মোঃ ছাইদুল ইসলাম বাদী হয়ে ৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নম্বর সি আর-২২১/২০২৫। আসামীরা হলেন— দিলীপ কুমার রায় (ওরফে রসনাথ রায়), অমূল্য রতন রায়, দীপক চন্দ্র রায়, নেতমা রানী রায় এবং লতা রানী রায়।

বাদী সূত্রে জানা যায়, জমির প্রকৃত মালিক ছিলেন জনৈক ভোগানাদু বর্মন। তিনি মারা গেলে উত্তরাধিকারী হিসেবে তার পুত্র ও কন্যারা জমি ভোগ দখল করতেন। পরে বাদী ছাইদুল ইসলাম ১৮ শতক জমি ক্রয় করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করছিলেন।

তবে অভিযোগ, ১ নম্বর আসামীর হুকুমে ও ৩ নম্বর আসামীর প্ররোচনায় অন্যান্য আসামীরা গত ৩০/০৭/২৫ তারিখে অস্ত্র সজ্জিত হয়ে জবরদখলের চেষ্টা করেন। বাদী বাধা দিলে তার স্ত্রী শ্লীলতাহানির শিকার হন। স্থানীয়রা তাদের সহায়তা করলে মামলা দায়ের করা হয়।

স্থানীয়রা চেষ্টা করলেও, আসামীরা জমি ফেরত না দিয়ে চাষাবাদ চালিয়ে যাচ্ছেন এবং হুমকি দিয়ে আসছেন। ডিমলা থানার সাব-ইনস্পেক্টর পরিতোষ চন্দ্র বর্মন মামলার তদন্তের দায়িত্বে আছেন এবং সঠিকভাবে প্রতিবেদন বিজ্ঞ আদালতে পাঠানোর কথা জানিয়েছেন।

বাদী ছাইদুল ইসলাম বলেন, “আমি ওয়ারিশের কাছ থেকে জমি ক্রয় করে ভোগ দখল করেছি। তাদের কোনো কাগজপত্র নেই। ভুয়া কাগজপত্র দিয়ে গায়ের জোরে জমি দখল করা হয়েছে। আমি আইনের আশ্রয় নিয়েছি এবং সঠিক বিচার চাই।”

অপরদিকে, আসামী অমূল্য রতন রায় দাবি করেন, “আমি ওয়ারিশ সূত্রে ৩৫ বছর ধরে জমি ভোগদখল করছি। বাদী যে জমি ক্রয় করেছে, তা আমার জানা নেই। আমি সেখানে চাষাবাদ চালাচ্ছি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট