1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে জমকালো আয়োজনে জেলা প্রশাসক T-20 ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্তি হিংসা নয়, সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মাছুদুর রহমান মিলন বাঘায় ছাত্রদলের উদ্যোগে রাস্তা সংস্কার: দুর্ভোগ থেকে মুক্তি পেল এলাকাবাসী বকশীগঞ্জে ভাগ্নের জমি দখল ও ঘর ভাঙচুরের অভিযোগ মামার বিরুদ্ধে, বৃদ্ধা বোনকে পিটিয়ে জখম বাঘায় মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন, তবে ন্যায্য দাম না পেয়ে লোকসানের শঙ্কায় কৃষকরা টঙ্গীতে পৃথক দুই পোশাক কারখানায় আতঙ্ক: শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের আফরোজা খানম ঝিনাইগাতীতে বন বিভাগের রাতব্যাপী অভিযান: মাহিন্দ্র ও ট্রাকসহ ৫ যানবাহন আটক, মামলা দায়ের বাকেরগঞ্জে ত্রয়োদশ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা প্রশাসকের মতবিনিময় সভা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন কবি আবদুল হান্নান ইউজেটিক্স

“জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির দ্বি-বার্ষিক নির্বাচন ২৯ নভেম্বর”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জয়পুরহাট ইউনিটের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর। এদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রাথমিক প্রার্থীর তালিকায় রয়েছেন সালামত আলী প্রামাণিক, মতিউর রহমান, ফেরদৌস হোসেন, গোলাম কিবরিয়া তাপস ও এ্যাড. আ. ছালাম। সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক আমিনুর রহমান বকুল, মিনহাজুল ইসলাম মানিক, দোলোয়ার হোসেন চপল, আবু বক্কর সিদ্দিক, হাসিবুল আলম ও এএইচ এম ওবায়দুর রহমান সুইট।

পাঁচটি সদস্য পদে প্রাথমিক প্রার্থীর তালিকায় রয়েছেন পারভীন বানু, নুর মোহাম্মদ আজাদ রাব্বী, শাহাদৎ হোসেন, শরিফুল ইসলাম, মাসুদুজ্জামান, সোহেল রানা, জাহাঙ্গীর আলম, খলিলুর রহমান, ইসমাইল হোসেন, আল কাউসার (জনি), খিজির হায়াত, আজিজুর রহমান, আব্দুল বাতেন, জাকের হুসাইন, গোলাম মর্তুজা, এ্যাড. হেনা কবির, খালেদুল মাসুদ আঞ্জুমান, তৌফিকুল ইসলাম ফকির, রফিকুল ইসলাম চপল ও আবু রায়হান।

এবার কোনো পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না আওয়ামীপন্থী আজীবন সদস্যরা বলে গোপন সূত্রে জানা গেছে। এ নির্বাচনে আজীবন সদস্য ও বার্ষিক সদস্য মিলিয়ে মোট ১,৯৬০ ভোটার রয়েছেন। প্রথম ভোটারের নাম আব্দুল ছালাম আকন্দ এবং শেষ ভোটারের নাম মোস্তাফিজুর রহমান।

চলতি মাসের ১১ নভেম্বর ২০২৫-২০২৭ মেয়াদের ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও প্রধান নির্বাচন কমিশনার জেসমিন নাহার। অন্যান্য নির্বাচন কমিশনাররা হলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, আবু রেজা মো. আমিনুর রহমান ও ওমর আলী বাবু। নির্বাচনের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ইউনিট লেভেল কর্মকর্তা শেখ আরিফউজ্জামান।

জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কমিশনার মাহমুদুল হাসান বলেন, “রেড ক্রিসেন্ট সোসাইটির ইতিহাসে এবারই প্রথম প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ নভেম্বর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট