1. admin@newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বকশীগঞ্জে প্রধান শিক্ষকের মানসিক চাপে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, তদন্তে প্রশাসন সানন্দবাড়ীতে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান বাকেরগঞ্জে আসমা বেগম হত্যা: স্বামী ও সৎ মেয়েকে গ্রেফতার রাজশাহীতে সংবাদ সম্মেলন: প্রতারক মোস্তাফিজের বিচার ও ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি বিএনপি নেতা মিলুর রাজশাহীতে নির্যাতন চালিয়ে মাদকবিরোধী অভিযানে ডিএনসির ‘ভুল’ স্বীকার, অভিযুক্তদের বিচার দাবি নান্দাইলে রেমিট্যান্স যোদ্ধার বাড়ি নির্মাণে ২৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন বাকেরগঞ্জে ‘জুলাই পুনজার্গরণ’ উপলক্ষে সেবা মেলা ও লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত চাটখিলে পুলিশের বিশেষ অভিযানে ৯৫০ পিস ইয়াবাসহ কক্সবাজারের মাদক কারবারি গ্রেফতার শেরপুরে লাখো কণ্ঠে শপথ পাঠে দেশপ্রেমের অঙ্গীকার যারা নির্বাচন চায় না তারাই পিআর চায়”—নোয়াখালীতে ব্যারিস্টার খোকনের হুঁশিয়ারি, সৎ রাজনীতির আহ্বান

শেরপুরে লাখো কণ্ঠে শপথ পাঠে দেশপ্রেমের অঙ্গীকার

নিউজ গ্রামবাংলা ডেস্ক :
  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে
শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে "জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ" অনুষ্ঠানে অংশ নিচ্ছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, দোয়া ও শপথ গ্রহণের দৃশ্য।
শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে "জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ" অনুষ্ঠানে অংশ নিচ্ছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, দোয়া ও শপথ গ্রহণের দৃশ্য।

শেরপুর প্রতিনিধি:
শেরপুরে অনুষ্ঠিত হলো “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ” অনুষ্ঠান। আজ শনিবার, ২৬ জুলাই ২০২৫, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’-এর অংশ হিসেবে এই শপথ পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূল আয়োজনের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশনের পর উপস্থিত সকলেই এক মিনিট নিরবতা পালন করে শ্রদ্ধা জানান ১৯৭১ সালের বীর শহিদ, মুক্তিযোদ্ধা এবং জুলাই আন্দোলনে আত্মদানকারী শহিদদের প্রতি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ হাফিজা জেসমিন, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পর্যায়ের গণমাধ্যমকর্মী, বীর মুক্তিযোদ্ধা, সুধীজন, নারী প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এছাড়া জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত তরুণ-তরুণী ও শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।

শপথ পাঠ অনুষ্ঠানে উপস্থিত জনতার নেতৃত্বে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান উচ্চকণ্ঠে শপথ পাঠ করান। শপথের মূল বার্তায় ছিল—জাতি গঠনে সক্রিয় অংশগ্রহণ, দেশপ্রেম, ন্যায়বোধ, মানবিকতা, সাম্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজের কর্তব্য পালনের প্রতিজ্ঞা।

আলোচনায় বক্তারা বলেন, “জুলাই মাস শুধুমাত্র একটি সময়কাল নয়; এটি একটি চেতনা, একটি জাগরণ, যেখানে বাঙালি জাতি ঘুরে দাঁড়ানোর শপথ নেয়। নতুন প্রজন্মকে সেই চেতনাকে ধারণ করে সমাজ গঠনে এগিয়ে আসতে হবে।”
তারা আরও বলেন, “দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও সামাজিক ঐক্যের মধ্য দিয়ে আমরা একটি আত্মনির্ভরশীল ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে পারি।”

অনুষ্ঠানের বিশেষ পর্বে, জুলাই আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়। মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সব ধর্মের প্রতিনিধিরা নিজ নিজ ধর্মীয় রীতিতে শান্তি কামনায় অংশগ্রহণ করেন।

এছাড়াও শেরপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এই ব্যতিক্রমী অনুষ্ঠানে।

এ সময় বক্তারা জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে বলেন, “এই শপথ যেন হয় নতুন করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার এক মাইলফলক। এই কর্মসূচির মধ্য দিয়ে সমাজের সকল স্তরে দায়িত্ববোধ ও ইতিবাচক পরিবর্তনের বার্তা পৌঁছে যাবে।”

শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ” অনুষ্ঠানে অংশ নিচ্ছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, দোয়া ও শপথ গ্রহণের দৃশ্য।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত নিউজ গ্রামবাংলা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট