বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা:
বরিশালের বাকেরগঞ্জে গৃহবধু আসমা বেগম হত্যা মামলায় তার স্বামী আবুল হোসেন (৫৫) এবং সৎমেয়ে সাকিবা (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) সকালে বাকেরগঞ্জ থানার পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ থেকে তাদের আটক করে বাকেরগঞ্জ থানায় নিয়ে আসা হয়।
বাকেরগঞ্জ থানা সূত্র জানায়, চলতি বছরের ১৭ জুন (মঙ্গলবার) সন্ধ্যায় উপজেলার কলসকাঠী গ্রামে আসমা বেগম নামে এক গৃহবধুকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্বামী আবুল হোসেন বলেন, মাগরিবের নামাজের পর মোবাইল ফোনে স্ত্রীকে শেষবার দেখতে যাওয়ার জন্য অনুরোধ করায় তিনি বাড়িতে গিয়ে রক্তাক্ত অবস্থায় স্ত্রীর লাশ দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ছেলে আছিম বিল্লাহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই রফিকুল ইসলাম বলেন, তদন্তকালে নিহতের স্বামী ও সৎ মেয়ের অসংলগ্ন বক্তব্য ও প্রাথমিক সংশ্লিষ্টতার কারণে তাদের গ্রেফতার করা হয়েছে।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে তাদের হত্যার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ কারণে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।