
মোঃ আমজাদ হোসেন | স্টাফ রিপোর্টার :
জয়পুরহাটের কালাই উপজেলায় বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামির নাম মো. রুবেল হোসেন। তিনি আফসার আলীর ছেলে এবং জয়পুরহাট জেলার কালাই থানার মাদাই গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, তাকে বগুড়া জেলা থেকে গ্রেফতার করা হয়।
জয়পুরহাটের পুলিশ সুপার রিনা মাহমুদার দিকনির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) এর সার্বিক তত্ত্বাবধানে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই (নিঃ) মো. শহিদুল ইসলামের নেতৃত্বাধীন একটি চৌকস টিম অংশ নেয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মো. রুবেল হোসেন কালাই থানার একটি জিআর মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।
গ্রেফতার শেষে মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) তাকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করার জন্য প্রেরণ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।