1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌখিক তালাক দিয়ে প্রেমিকের বাড়িতে অনশন: ঝিনাইগাতীতে গৃহবধূর কাণ্ড, বিপাকে প্রথম স্বামী রাজশাহীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এ ২৪ জন গ্রেপ্তার শেরপুর জেলা পুলিশের দুই পরিদর্শকের অবসরজনিত বিদায় সংবর্ধনা জানাজায় মায়ের জন্য সবার কাছে দোয়া ও ক্ষমা চাইলেন, তারেক রহমান জনসমুদ্রে পরিণত মানিক মিয়া অ্যাভিনিউ: শেষ বিদায়ে সিক্ত দেশনেত্রী খালেদা জিয়া লাখো মানুষের অশ্রুসিক্ত উপস্থিতিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা শেষ বিদায়ে জনসমুদ্র: সংসদ ভবনে পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ, জানাজা ২টায় শেষ বিদায় জানাতে মানুষের ঢল: সংসদ ভবন এলাকায় জনসমুদ্র, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আজ রামগতিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ দোকান ভস্মীভূত, ক্ষয়ক্ষতি কোটির উপরে নালিতাবাড়ীতে ফাতেমা জান্নাত মহিলা মাদ্রাসার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ সম্পন্ন

মাদারগঞ্জে ইউএনওর তৎপরতায় মাঝনদীতে আটকা পড়া বরযাত্রীবাহী নৌকার ৪০ যাত্রী উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে
মাদারগঞ্জে ইউএনওর তৎপরতায় মাঝনদীতে আটকা পড়া বরযাত্রীবাহী নৌকার ৪০ যাত্রী উদ্ধার

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঘন কুয়াশার কারণে মাঝনদীতে আটকা পড়া একটি বরযাত্রীবাহী নৌকার ৪০ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। উপজেলা প্রশাসনের দ্রুত তৎপরতা ও সমন্বিত উদ্যোগে কোনো ধরনের হতাহতের ঘটনা ছাড়াই উদ্ধার অভিযান সফলভাবে সম্পন্ন হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কালিতলা ঘাট থেকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জামথল ঘাটের উদ্দেশে একটি বরযাত্রীবাহী নৌকা যাত্রা শুরু করে। নৌকাটিতে থাকা সব যাত্রীই মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন। যাত্রাপথে হঠাৎ করে তীব্র কুয়াশা নেমে এলে দৃষ্টিসীমা কমে যায় এবং নৌকাটি নিরাপদে এগোতে না পেরে মাঝনদীতে আটকে পড়ে।

ঘন কুয়াশার কারণে রাতভর উদ্ধার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। পরিস্থিতির কথা জানার পর জেলা প্রশাসক, জামালপুরের নির্দেশনায় মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। পাশাপাশি মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে উদ্ধার কার্যক্রমের প্রস্তুতি নেওয়া হয়।

পরদিন শুক্রবার সকালে কুয়াশা কিছুটা কাটলে উদ্ধার অভিযান শুরু করা হয়। অন্য একটি নৌকার সহায়তায় বরযাত্রীবাহী নৌকাটিকে নিরাপদে তীরে আনার চেষ্টা চালানো হয়। দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর সকাল সাড়ে ১১টার দিকে নৌকাটি সফলভাবে জামথল ঘাটে পৌঁছায়।

উদ্ধারকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাদারগঞ্জ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি ও সমন্বয় করেন। উদ্ধার হওয়া নৌকার সব যাত্রী সুস্থ ও নিরাপদ রয়েছেন বলে প্রশাসন নিশ্চিত করেছে।

স্থানীয়রা ইউএনওসহ সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত পদক্ষেপ ও দায়িত্বশীল ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন। প্রশাসনের পক্ষ থেকে নৌপথে যাতায়াতের সময় কুয়াশাসহ প্রতিকূল আবহাওয়ায় বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট