1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে জমকালো আয়োজনে জেলা প্রশাসক T-20 ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্তি হিংসা নয়, সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মাছুদুর রহমান মিলন বাঘায় ছাত্রদলের উদ্যোগে রাস্তা সংস্কার: দুর্ভোগ থেকে মুক্তি পেল এলাকাবাসী বকশীগঞ্জে ভাগ্নের জমি দখল ও ঘর ভাঙচুরের অভিযোগ মামার বিরুদ্ধে, বৃদ্ধা বোনকে পিটিয়ে জখম বাঘায় মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন, তবে ন্যায্য দাম না পেয়ে লোকসানের শঙ্কায় কৃষকরা টঙ্গীতে পৃথক দুই পোশাক কারখানায় আতঙ্ক: শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের আফরোজা খানম ঝিনাইগাতীতে বন বিভাগের রাতব্যাপী অভিযান: মাহিন্দ্র ও ট্রাকসহ ৫ যানবাহন আটক, মামলা দায়ের বাকেরগঞ্জে ত্রয়োদশ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা প্রশাসকের মতবিনিময় সভা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন কবি আবদুল হান্নান ইউজেটিক্স

আসামে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির আশঙ্কা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য, শুরু নতুন বিতর্ক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে
আসামে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির আশঙ্কা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য, শুরু নতুন বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক:

আসাম রাজ্যে মুসলমান জনসংখ্যার হার বাড়ছে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার দাবি, পরবর্তী আদমশুমারির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের আগেই রাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম জনগোষ্ঠীর অনুপাত উল্লেখযোগ্যভাবে বেড়ে প্রায় ৪০ শতাংশে পৌঁছাতে পারে।

মুখ্যমন্ত্রী বলেন, ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আসামে মোট মুসলিম জনসংখ্যা ছিল ৩৪ শতাংশ। তার ভাষ্য অনুযায়ী, এর মধ্যে আদিবাসী অসমীয়া মুসলিম হিসেবে চিহ্নিত প্রায় ৩ শতাংশ বাদ দিলে অবশিষ্ট ৩১ শতাংশ মুসলিম বাংলাদেশি বংশোদ্ভূত।

তিনি আরও উল্লেখ করেন, ২০২১ সালে কোনো আদমশুমারি অনুষ্ঠিত হয়নি। ফলে সর্বশেষ সরকারি তথ্য হালনাগাদ নয়। তার ধারণা, ২০২৭ সালে আদমশুমারির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশিত হলে রাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম জনসংখ্যার হার প্রায় ৪০ শতাংশে পৌঁছানোর চিত্র উঠে আসতে পারে।

মুখ্যমন্ত্রীর এই মন্তব্য রাজ্যে অভিবাসন, নাগরিকত্ব ও পরিচয়সংক্রান্ত পুরোনো রাজনৈতিক ও সামাজিক বিতর্ককে আবারও সামনে এনেছে। বিশেষ করে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগকে কেন্দ্র করে আসামে দীর্ঘদিন ধরেই জনসংখ্যার পরিবর্তন নিয়ে আলোচনা ও মতবিরোধ চলে আসছে।

এই পূর্বাভাসকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাংশ মনে করছেন, জনসংখ্যাগত পরিবর্তনের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে। অন্যদিকে সমালোচকদের মতে, এ ধরনের বক্তব্য সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পারে এবং সামাজিক সম্প্রীতিতে প্রভাব ফেলতে পারে।

সূত্র: ইন্ডিয়া টুডে এনই

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট