
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি | বছরের প্রথম দিন পহেলা জানুয়ারিতে বরিশালের বাকেরগঞ্জে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেছেন বাকেরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) ও ভরপাশা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কেরামত আলী হাওলাদার।
উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, সাহেবগঞ্জ, বাকেরগঞ্জে সকাল ১০টায় এ কুশল বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কেরামত আলী হাওলাদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন তালুকদার, আনিসুর রহমান খন্দকার, শরীফ আব্দুর রব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খান, ভরপাশা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার সাহজাহানসহ প্রায় শতাধিক বীর মুক্তিযোদ্ধা। এ সময় মুক্তিযোদ্ধাদের খোঁজখবর নেওয়া হয় এবং পারস্পরিক কুশল বিনিময় করা হয়।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব কেরামত আলী হাওলাদার বলেন,
“দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্ত করতে আমরা জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। দেশের মানুষ আজও আমাদের সেই অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।”
তিনি আরও বলেন, “আমরা যতদিন বেঁচে আছি, আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সাধ্যমতো কাজ করে যাব—এটাই আমাদের প্রত্যাশা।”
এ সময় তিনি মুক্তিযোদ্ধাদের উদ্দেশে আশ্বস্ত করে বলেন, “আপনাদের যেকোনো বিপদ-আপদে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন ও আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং থাকবো, ইনশাআল্লাহ।”