1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে জমকালো আয়োজনে জেলা প্রশাসক T-20 ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্তি হিংসা নয়, সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মাছুদুর রহমান মিলন বাঘায় ছাত্রদলের উদ্যোগে রাস্তা সংস্কার: দুর্ভোগ থেকে মুক্তি পেল এলাকাবাসী বকশীগঞ্জে ভাগ্নের জমি দখল ও ঘর ভাঙচুরের অভিযোগ মামার বিরুদ্ধে, বৃদ্ধা বোনকে পিটিয়ে জখম বাঘায় মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন, তবে ন্যায্য দাম না পেয়ে লোকসানের শঙ্কায় কৃষকরা টঙ্গীতে পৃথক দুই পোশাক কারখানায় আতঙ্ক: শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের আফরোজা খানম ঝিনাইগাতীতে বন বিভাগের রাতব্যাপী অভিযান: মাহিন্দ্র ও ট্রাকসহ ৫ যানবাহন আটক, মামলা দায়ের বাকেরগঞ্জে ত্রয়োদশ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা প্রশাসকের মতবিনিময় সভা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন কবি আবদুল হান্নান ইউজেটিক্স

খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র রক্ষায় আপসহীন নেত্রী: অধ্যাপক ডা. বাচ্চু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে
খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র রক্ষায় আপসহীন নেত্রী: অধ্যাপক ডা. বাচ্চু

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন ছিল গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার এক নিরবচ্ছিন্ন সংগ্রামের প্রতিচ্ছবি—এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় সরকার বাড়িতে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. বাচ্চু বলেন,
“বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন ছিল গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার এক অবিরাম সংগ্রামের ইতিহাস। তিনি কখনো অন্যায় ও স্বৈরাচারের কাছে মাথানত করেননি।”

তিনি আরও বলেন, “স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে তিনি জনগণের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন। তাঁর আদর্শ ও ত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আহসান কবীর, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য রাকিবুল হাসান, আহ্বায়ক সদস্য নঈম উদ্দিন ফকির, এস এম জসিম উদ্দিন, পৌর ছাত্রদলের সদস্য আজিজুল হক রাজন, আহম্মদ আলী মাস্টার, পৌর বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, জাহাঙ্গীর মন্ডল, পৌর বিএনপির সদস্য আবুল হোসেন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি হাবিবুল্লাহ, সদস্য শহীদ সরকার, ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি ফারুক সরকার এবং বিএনপি নেতা শাহজাহান সরকার।

বক্তারা খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশপ্রেম ও গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদানের কথা তুলে ধরেন এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সরকার। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা কফিল উদ্দিন। মোনাজাত শেষে কয়েক শতাধিক অতিথির মাঝে তবারক ও খাবার বিতরণ করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, এলাকাবাসীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট