1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে জমকালো আয়োজনে জেলা প্রশাসক T-20 ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্তি হিংসা নয়, সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মাছুদুর রহমান মিলন বাঘায় ছাত্রদলের উদ্যোগে রাস্তা সংস্কার: দুর্ভোগ থেকে মুক্তি পেল এলাকাবাসী বকশীগঞ্জে ভাগ্নের জমি দখল ও ঘর ভাঙচুরের অভিযোগ মামার বিরুদ্ধে, বৃদ্ধা বোনকে পিটিয়ে জখম বাঘায় মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন, তবে ন্যায্য দাম না পেয়ে লোকসানের শঙ্কায় কৃষকরা টঙ্গীতে পৃথক দুই পোশাক কারখানায় আতঙ্ক: শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের আফরোজা খানম ঝিনাইগাতীতে বন বিভাগের রাতব্যাপী অভিযান: মাহিন্দ্র ও ট্রাকসহ ৫ যানবাহন আটক, মামলা দায়ের বাকেরগঞ্জে ত্রয়োদশ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা প্রশাসকের মতবিনিময় সভা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন কবি আবদুল হান্নান ইউজেটিক্স

বগুড়ায় মৃত ইলেকট্রিশিয়ানের পরিবারকে ভিলেজ ইলেকট্রিশিয়ান কল্যাণ পরিষদের অনুদান প্রদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে
বগুড়ায় মৃত ইলেকট্রিশিয়ানের পরিবারকে ভিলেজ ইলেকট্রিশিয়ান কল্যাণ পরিষদের অনুদান প্রদান

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো | ৬ জানুয়ারি, ২০২৬

বগুড়ায় রাজশাহী বিভাগীয় অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ান কল্যাণ পরিষদের পক্ষ থেকে এক মৃত সদস্যের পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক ও নগদ টাকা হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ২টায় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর সোনার পাড়ায় এই অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর দুপচাঁচিয়া জোনাল অফিসের অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ান (প্রয়াত) আবু হেলালের পরিবারের হাতে এই অনুদান তুলে দেওয়া হয়।

অনুদান প্রদান ও নেতৃবৃন্দের বক্তব্য

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের টাকা তুলে দেন রাজশাহী বিভাগীয় অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ান কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক

বক্তব্যে তিনি বলেন, “আমরা আপনাদের চেতনায় উজ্জ্বীবিত হয়ে দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সংগঠনের নিয়ম অনুযায়ী, যারা মাত্র ৫০০ টাকার বিনিময়ে সদস্যপদ গ্রহণ করেছেন, তাদের কেউ মৃত্যুবরণ করলে পরিবারকে ১ লক্ষ টাকা করে ‘মৃত্যু দাবি’র অনুদান প্রদান করা হচ্ছে। আমরা সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ।”

সংগঠনের দপ্তর সম্পাদক মোঃ ইনসাফ আলী বলেন, “ইলেকট্রিশিয়ানরা জীবনযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে আলোকিত করছেন। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা তাদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধাবোধের বহিঃপ্রকাশ।”

কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ ও সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান তাদের বক্তব্যে বলেন, সদস্যদের কল্যাণে এই ধারা অব্যাহত থাকবে এবং সংগঠনটি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

উপস্থিত ছিলেন যারা

প্রচার সম্পাদক মোঃ আব্দুল রহমান খাঁন (মোস্তফা) জানান, অনুষ্ঠানে রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, নওগাঁ, জয়পুরহাট ও বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন বিভিন্ন জোনের অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানরা উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ আব্দুল কাদের, বগুড়া পবিস-১ এর মোঃ আলাউদ্দিন মন্ডল, রাজশাহী পবিস এর মোঃ মসিউর রহমান, আজাদ আলী, হাতেম আলী, গোলাম মোস্তফা, মাসুদ আলী, লিটন আলী (পবা), লিটন আলী (তানোর), ফারুক হোসেন ও সান্ত ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট