1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে জমকালো আয়োজনে জেলা প্রশাসক T-20 ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্তি হিংসা নয়, সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মাছুদুর রহমান মিলন বাঘায় ছাত্রদলের উদ্যোগে রাস্তা সংস্কার: দুর্ভোগ থেকে মুক্তি পেল এলাকাবাসী বকশীগঞ্জে ভাগ্নের জমি দখল ও ঘর ভাঙচুরের অভিযোগ মামার বিরুদ্ধে, বৃদ্ধা বোনকে পিটিয়ে জখম বাঘায় মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন, তবে ন্যায্য দাম না পেয়ে লোকসানের শঙ্কায় কৃষকরা টঙ্গীতে পৃথক দুই পোশাক কারখানায় আতঙ্ক: শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের আফরোজা খানম ঝিনাইগাতীতে বন বিভাগের রাতব্যাপী অভিযান: মাহিন্দ্র ও ট্রাকসহ ৫ যানবাহন আটক, মামলা দায়ের বাকেরগঞ্জে ত্রয়োদশ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা প্রশাসকের মতবিনিময় সভা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন কবি আবদুল হান্নান ইউজেটিক্স

শেরপুরের ৩ আসনে স্বতন্ত্রের চাপে বিএনপি, লড়াইয়ে অনড় জামায়াতও

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে
শেরপুরের ৩ আসনে স্বতন্ত্রের চাপে বিএনপি, লড়াইয়ে অনড় জামায়াতও

নিজস্ব প্রতিবেদক, শেরপুর | আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে শেরপুরের রাজনৈতিক ময়দান। জেলার তিনটি সংসদীয় আসনেই ‘স্বতন্ত্র’ প্রার্থীদের দাপটে নানামুখী চাপের মুখে পড়েছে বিএনপি। বিশেষ করে দলীয় মনোনয়ন প্রত্যাশী হেভিওয়েট প্রার্থীদের বিদ্রোহ এবং জোটের শরিক জামায়াতে ইসলামীর একক অবস্থানের কারণে ভোটের সমীকরণ জটিল হয়ে দাঁড়িয়েছে।

শেরপুর-১ (সদর): প্রিয়ঙ্কার সামনে মাসুদ ও রাশেদুল চ্যালেঞ্জ

শেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। তবে তাঁর মনোনয়নকে চ্যালেঞ্জ জানিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন জেলা বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদ। এর পাশাপাশি জামায়াতে ইসলামীর সাবেক ছাত্রনেতা রাশেদুল ইসলামও ভোটের মাঠে সক্রিয় রয়েছেন। ফলে এ আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে।

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী): ফাহিমের মনোনয়ন বাতিল, অপেক্ষায় তৃণমূল

এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়ন বাতিল হওয়ায় এলাকায় কিছুটা স্থবিরতা দেখা দিয়েছে। যদিও তিনি আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন, তবে এ আসনেও বিএনপিকে চাপে রাখছেন বিদ্রোহী ও জামায়াত সমর্থিত প্রার্থীরা। বিশেষ করে জামায়াত নেতা মুহাম্মদ গোলাম কিবরিয়ার জনসংযোগ তৃণমূল কর্মীদের মধ্যে সাড়া ফেলেছে।

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী): রুবলের কাঁটা আমিনুল বাদশা

শেরপুরের এই গুরুত্বপূর্ণ আসনে তিনবারের সাবেক এমপি মাহমুদুল হক রুবলকে দলীয় প্রতীক দেওয়া হলেও দুশ্চিন্তা কাটছে না। শ্রীবরদী উপজেলার সাবেক চেয়ারম্যান ও বহিষ্কৃত বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশা বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে থাকায় বিপাকে পড়েছে রুবলের সমর্থকরা। এছাড়াও এ আসনে জামায়াত নেতা মুহাম্মদ নূরুজ্জামান বাদল শক্তিশালী প্রার্থী হিসেবে শক্ত অবস্থান তৈরি করেছেন।

জোটের মারপ্যাঁচে শোরগোল

স্থানীয় রাজনীতির বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির অনেক দীর্ঘদিনের ত্যাগী নেতা এবার দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র হিসেবে লড়ছেন। পাশাপাশি জামায়াতে ইসলামীর প্রার্থীরা এককভাবে মাঠে থাকায় ভোট ভাগাভাগির আশঙ্কা বাড়ছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, এনসিপি’র মতো ছোট দলগুলোর প্রার্থীরাও স্থানীয়ভাবে প্রভাবশালী স্বতন্ত্রদের সমর্থন দিচ্ছেন।

তবে জেলা বিএনপির আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম বলেন, “কোনো ব্যক্তি নয়, আমাদের কর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। বিদ্রোহী প্রার্থী নিয়ে কেন্দ্রীয়ভাবে চিন্তা করার কিছু নেই।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট