
আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে জোর প্রচারণা চালাচ্ছে উপজেলা প্রশাসন। ভোটারদের গণভোট সম্পর্কে উদ্বুদ্ধ ও সচেতন করতে উপজেলার প্রতিটি ইউনিয়নের গ্রাম পর্যায়ে পৌঁছে যাচ্ছেন কর্মকর্তারা।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার অরণখোলা, আউশনারা ও মহিষমারা ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগীতায় এসব সভা পরিচালিত হয়।
প্রচারণা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে গণভোটের উদ্দেশ্য, পদ্ধতি ও ভোটারদের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জুবায়ের হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা হোসাইন। এ সময় সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, সচিব ও ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রচারণা কার্যক্রমে সাধারণ ভোটারদের কাছে বিষয়টি সহজবোধ্য করতে গণভোট বিষয়ক তথ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। আলোচনা সভায় অংশ নেওয়া সাধারণ ভোটাররা গণভোট সম্পর্কে নানাবিধ প্রশ্ন করেন এবং কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।