
মাহফুজুর রহমান সাইমন, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতীতে হাড়কাঁপানো শীতের রাতে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের দুয়ারে উষ্ণতার পরশ পৌঁছে দিলেন সদর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাহিদুল হক মনির। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তিনি ব্যক্তিগত উদ্যোগে অর্ধশতাধিক পরিবারের হাতে কম্বল তুলে দেন।
জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মো. জাহিদুল হক মনির একজন সাংবাদিক এবং ঝিনাইগাতী বণিক সমবায় সমিতির কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সরেজমিনে দেখা যায়, রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত দুস্থ, বয়স্ক ও অসুস্থদের খুঁজে বের করছেন এই ইউপি সদস্য। হুট করে গভীর রাতে জনপ্রতিনিধিকে কম্বল হাতে নিজ বাড়িতে উপস্থিত হতে দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কেবল শনিবার রাতের এই আয়োজনই নয়, গত কয়েকদিন ধরে তিনি শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন। এর আগে আমেরিকার নিউ জার্সিতে অবস্থিত একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রধান গবেষক ও প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের পৃষ্ঠপোষকতায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’-এর সদস্যদের সঙ্গে নিয়ে তিনি আরও দুই শতাধিক কম্বল বিতরণ করেন।
কম্বল পেয়ে রামেরকুড়া গ্রামের মো. ছালু মিয়া বলেন,
“মনির মেম্বার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। অনেক সময় মেম্বারদের কাছে গিয়েও কিছু পাওয়া যায় না। অথচ এই তীব্র শীতে তিনি নিজে এসে আমার বাড়িতে কম্বল দিয়ে গেলেন। আমি আল্লাহর কাছে তার মঙ্গল কামনা করি এবং ভবিষ্যতে তিনি যেন আরও বড় হতে পারেন সেই দোয়া করি।”
এ বিষয়ে ইউপি সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনির বলেন, “শীত মৌসুমে সবচেয়ে বেশি কষ্ট পায় গরিব ও অসহায় মানুষ। তাদের কষ্ট কিছুটা লাঘব করতেই ব্যক্তিগত উদ্যোগে এবং ‘ভয়েস অব ঝিনাইগাতী’-এর প্রধান পৃষ্ঠপোষক ড. জাফর ইকবালের সহায়তায় এই কম্বল বিতরণ করেছি। যতদিন শীত থাকবে, ততদিন সাধ্যমতো মানুষের পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ।”