
মাহফুজুর রহমান সাইমন, শেরপুর প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
শেরপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও কর্মক্ষেত্রে সুদৃঢ় মনোবল অটুট রাখার লক্ষ্যে গ্র্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় শেরপুর পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে এই মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।
পরিদর্শনকালে পুলিশ সুপার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সের শারীরিক ফিটনেস এবং ‘টার্ন আউট’ পর্যবেক্ষণ করেন। এ সময় সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতে তিনি পুলিশ সদস্যদের ‘গুড সার্ভিস’ (জিএস) মার্ক প্রদান করেন।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার তাঁর বক্তব্যে প্যারেডের শৃঙ্খলা এবং সামগ্রিক আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি উপস্থিত পুলিশ সদস্যদের ড্রেসরুলস মেনে পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, “জনসাধারণের সাথে উত্তম ব্যবহার ও পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ সম্পন্ন করতে হবে।” এসময় তিনি বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে করণীয় এবং বর্জনীয় সম্পর্কে পুলিশ সদস্যদের দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত গ্র্যান্ড মাস্টার প্যারেডটি পরিচালনা করেন আরআই পুলিশ লাইন্স মো. ইসরাফিল হোসেন। এ সময় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।