
আবুল হাশেম, রাজশাহী ব্যুরো | ১০ জানুয়ারি, ২০২৬
বাংলাদেশ দলিল লেখক সমিতির ঘোষিত সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজশাহীতে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বাগমারা উপজেলার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতি কার্যালয়ে রাজশাহী জেলা সমিতির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব কে এস হোসেন টমাস। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দলিল লেখকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় ৭ দফা দাবি আদায় এখন সময়ের দাবি। আমাদের সমস্যা সমাধানে ঐক্যের কোনো বিকল্প নেই।”
রাজশাহী জেলা দলিল লেখক সমিতির সিনিঃ সহ-সভাপতি সামসুল রহমান মৃধার সভাপতিত্বে বক্তারা বলেন, সাধারণ দলিল লেখকদের স্বার্থ রক্ষায় সবাইকে একই পতাকাতলে আসতে হবে। আগামী দিনে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।
জেলা সমিতির সাধারণ সম্পাদক মোঃ সানাউল ইসলাম-এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
মোঃ ফারুক হোসেন, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ দলিল লেখক সমিতি।
মোঃ জসিম উদ্দিন দেওয়ান, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ দলিল লেখক সমিতি।
সভায় রাজশাহী জেলা ও বিভিন্ন উপজেলা সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বর্তমান প্রেক্ষাপটে দলিল লেখকদের সুযোগ-সুবিধা ও সুরক্ষা নিশ্চিত করতে সরকারের সুদৃষ্টি কামনা করেন।