
ফরিদ মিয়া, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করেছেন বহুমুখী প্রতিভার অধিকারী কবি আবদুল হান্নান ইউজেটিক্স। গত ১৩ জানুয়ারি ২০২৬ তারিখে সিলেট জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে জেলা পর্যায়ের ‘শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক’ হিসেবে ঘোষণা করা হয়।
এর আগে গত ০৮ জানুয়ারি ২০২৬ তারিখে বিশ্বনাথ উপজেলা জুরি বোর্ডের সিদ্ধান্তে তিনি উপজেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত হন। পরবর্তীতে জেলা পর্যায়ের বাছাই পর্বে তার দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে সিলেট জেলার জেলা প্রশাসক ও জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির আহ্বায়ক জনাব মোঃ সারওয়ার আলম এবং জেলা শিক্ষা অফিসার ও সদস্য সচিব জনাব আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াদুদ তাকে জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে চূড়ান্ত অনুমোদন দেন।
কবি আবদুল হান্নান ইউজেটিক্স বর্তমানে সিলেটের বিশ্বনাথ সদরে অবস্থিত ঐতিহ্যবাহী হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে সিনিয়র শিক্ষক (গণিত) হিসেবে কর্মরত আছেন। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের পলাশিয়া গ্রামের এক কৃতি সন্তান।
শিক্ষকতায় অনন্য সাফল্যের জন্য তিনি এর আগেও জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২২ ও ২০২৪ সালে বিশ্বনাথ উপজেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত হয়েছিলেন।
শিক্ষকতার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে আবদুল হান্নান ইউজেটিক্স এক পরিচিত নাম। তিনি একাধারে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার। তার প্রকাশিত সাহিত্যকর্ম ও সামাজিক অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি দেশ-বিদেশের বহু সম্মাননায় ভূষিত হয়েছেন। তার উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে:
বিশ্বসাহিত্য সম্মাননা (কলকাতা, ভারত)
মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড
বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড
জাতীয় সাহিত্য পদক (কাব্যকথা সাহিত্য পরিষদ)
কবি জসীমউদ্দীন কবিতা পুরস্কার ও সিলেট সাহিত্য পুরস্কার।
উল্লেখ্য, তিনি দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন এবং বর্তমানে নিয়মিত কবিতা, গল্প ও প্রবন্ধ রচনার মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করছেন।
তার এই অভাবনীয় সাফল্যে ময়মনসিংহের নান্দাইল ও সিলেটের বিশ্বনাথ উপজেলার শিক্ষক সমাজ, সাহিত্যিক, সাংবাদিক এবং সুধীমহল তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, তার এই অর্জন শিক্ষকতা পেশার মর্যাদা আরও বৃদ্ধি করবে।