
আবুল হাশেম, রাজশাহী ব্যুরো: রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর পূর্বপাড়ায় দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটেছে। রাস্তা সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে থাকা এই সড়কটি ছাত্রদলের উদ্যোগে চলাচলের যোগ্য করে তোলা হয়েছে।
স্থানীয়রা জানান, পলাশী ফতেপুর পূর্বপাড়া এলাকার রাস্তাটির বিভিন্ন স্থানে গভীর খাদের সৃষ্টি হয়েছিল। এর ফলে সাধারণ মানুষের চলাচলসহ যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছিল। বিশেষ করে বড় কোনো যানবাহন এই এলাকা দিয়ে চলাচল করতে পারছিল না, যা এলাকার যোগাযোগ ব্যবস্থাকে বিচ্ছিন্ন করে দেয়।
পলাশী ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর আলম বিষয়টি রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস. এম. সালাউদ্দিন আহমেদ শামীম সরকারকে অবগত করেন। এরপর শামীম সরকার দ্রুত বিষয়টি চারঘাট-বাঘার গণমানুষের নেতা ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের নজরে আনেন।
জননেতা আবু সাইদ চাঁদের নির্দেশনায় এবং জেলা ছাত্রদল আহ্বায়ক শামীম সরকারের নিজস্ব অর্থায়নে এই সংস্কার কাজ সম্পন্ন হয়। বুধবার (১৪ জানুয়ারি) এলাকাবাসীকে সঙ্গে নিয়ে চকরাজাপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সহযোগিতায় রাস্তার খানাখন্দ ভরাট ও সংস্কার কাজ পরিচালনা করা হয়।
রাস্তাটি সংস্কারের ফলে পুনরায় বড় গাড়ি চলাচলের পথ সুগম হয়েছে এবং স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়েছে। এই মহতি উদ্যোগের জন্য এলাকাবাসী জেলা ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।