1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে উৎসবমুখর পরিবেশে পুলিশ লাইন্স একাডেমির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বকশীগঞ্জে নগর উন্নয়ন অধিদপ্তরের মাসব্যাপী গণশুনানি শুরু পলাশী ফতেপুর পূর্বপাড়ায় রাস্তা সংস্কার: ছাত্রদল নেতার উদ্যোগে দুর্ভোগের অবসান হাইকোর্টের নির্দেশে শেরপুর-২ আসনে এবি পার্টির আব্দুল্লাহ বাদশার মনোনয়ন পত্র গ্রহণ ঝিনাইগাতীতে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শেরপুরে জমকালো আয়োজনে জেলা প্রশাসক T-20 ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্তি হিংসা নয়, সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মাছুদুর রহমান মিলন বাঘায় ছাত্রদলের উদ্যোগে রাস্তা সংস্কার: দুর্ভোগ থেকে মুক্তি পেল এলাকাবাসী বকশীগঞ্জে ভাগ্নের জমি দখল ও ঘর ভাঙচুরের অভিযোগ মামার বিরুদ্ধে, বৃদ্ধা বোনকে পিটিয়ে জখম বাঘায় মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন, তবে ন্যায্য দাম না পেয়ে লোকসানের শঙ্কায় কৃষকরা

ঝিনাইগাতীতে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে
ঝিনাইগাতীতে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে ‘অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতি লিমিটেড’-এর প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার খৈলকুড়া এলাকায় অবস্থিত সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য: সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা সমবায় অফিসার সাহাদত হোসেন। তিনি বলেন, “সমবায় হচ্ছে সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির একটি কার্যকর হাতিয়ার। সঠিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও নিয়মিত কার্যক্রমের মাধ্যমে সমবায়কে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে।” তিনি আরও বলেন, কৃষিভিত্তিক সমবায় গ্রামীণ অর্থনীতিকে বদলে দিতে পারে, তবে এ ক্ষেত্রে হিসাব-নিকাশ ও সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা জরুরি।

বিশেষ অতিথির বক্তব্য: বিশেষ অতিথি ঝিনাইগাতী উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রুকুনুজ্জামান সমিতির অগ্রগতির প্রশংসা করে বলেন, “সদস্যদের মধ্যে ঐক্য বজায় থাকলে ভবিষ্যতে এটি একটি আদর্শ সমবায় হিসেবে গড়ে উঠবে।” তিনি সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও সদস্যদের আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান।

সভার অন্যান্য কার্যক্রম: মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন:

  • জেলা সমবায় পরিদর্শক মোহাম্মদ আলিমুল আজিম।

  • সমিতির ক্রেডিট অফিসার বেলাল মিয়া।

  • কাঞ্চন আলম ফনিস এবং সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

সভাপতির সমাপনী: সভাপতির বক্তব্যে মো. ইসমাইল হোসেন বলেন, আন্তরিকতা ও সততাই সমবায়ের মূল শক্তি। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই সমিতিকে কৃষিভিত্তিক উন্নয়নের একটি মডেল হিসেবে গড়ে তোলা হবে।

সভায় বক্তারা কৃষিভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই সমবায় ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠান শেষে সমবায়ের সার্বিক অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট