1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
বকশীগঞ্জে নগর উন্নয়ন অধিদপ্তরের মাসব্যাপী গণশুনানি শুরু পলাশী ফতেপুর পূর্বপাড়ায় রাস্তা সংস্কার: ছাত্রদল নেতার উদ্যোগে দুর্ভোগের অবসান হাইকোর্টের নির্দেশে শেরপুর-২ আসনে এবি পার্টির আব্দুল্লাহ বাদশার মনোনয়ন পত্র গ্রহণ ঝিনাইগাতীতে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শেরপুরে জমকালো আয়োজনে জেলা প্রশাসক T-20 ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্তি হিংসা নয়, সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মাছুদুর রহমান মিলন বাঘায় ছাত্রদলের উদ্যোগে রাস্তা সংস্কার: দুর্ভোগ থেকে মুক্তি পেল এলাকাবাসী বকশীগঞ্জে ভাগ্নের জমি দখল ও ঘর ভাঙচুরের অভিযোগ মামার বিরুদ্ধে, বৃদ্ধা বোনকে পিটিয়ে জখম বাঘায় মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন, তবে ন্যায্য দাম না পেয়ে লোকসানের শঙ্কায় কৃষকরা টঙ্গীতে পৃথক দুই পোশাক কারখানায় আতঙ্ক: শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

হাইকোর্টের নির্দেশে শেরপুর-২ আসনে এবি পার্টির আব্দুল্লাহ বাদশার মনোনয়ন পত্র গ্রহণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে
হাইকোর্টের নির্দেশে শেরপুর-২ আসনে এবি পার্টির আব্দুল্লাহ বাদশার মনোনয়ন পত্র গ্রহণ

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি: শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে নির্ধারিত সময়ের মাত্র ৫ মিনিট দেরিতে আসায় মনোনয়ন জমা দিতে না পারা সেই আলোচিত প্রার্থী মো. আব্দুল্লাহ বাদশা অবশেষে মনোনয়নপত্র জমা দিয়েছেন। উচ্চ আদালতের নির্দেশে বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।

ঘটনার প্রেক্ষাপট: উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজওয়ানা আফরিনের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে মাত্র ৫ মিনিট দেরি করেন এবি পার্টি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা। সময় পার হয়ে যাওয়ায় সহকারী রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র গ্রহণে অস্বীকৃতি জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল সেই কান্না: মনোনয়নপত্র জমা দিতে না পেরে ওই দিন কার্যালয়ের ভেতরেই অঝোরে কাঁদতে থাকেন আব্দুল্লাহ বাদশা। তার কান্নার সেই ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, যা জেলাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

আইনি লড়াই ও আদালতের নির্দেশ: মনোনয়নপত্র জমা দিতে ব্যর্থ হয়ে প্রতিকার পেতে হাইকোর্টে রিট করেন আব্দুল্লাহ বাদশা। দীর্ঘ শুনানি শেষে গত ১২ জানুয়ারি আদালত তার মনোনয়নপত্র জমা নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেন। আদালতের সেই নির্দেশনা হাতে পেয়ে বুধবার তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দাখিল করেন।

প্রার্থীর প্রতিক্রিয়া: এ বিষয়ে আব্দুল্লাহ বাদশা সাংবাদিকদের বলেন,

“সামান্য সময়ের বিলম্বের কারণে আমার মনোনয়নপত্র জমা নেওয়া হয়নি। এরপর আমি আইনি লড়াইয়ে নামি। হাইকোর্টের মহানুভবতায় আমি আজ মনোনয়নপত্র জমা দিতে পেরেছি। আগামী দু-একদিনের মধ্যে বৈধতার ফলাফল পেয়ে যাব। কোনো সমস্যা না থাকলে আমি শেরপুর-২ আসন থেকে ‘ঈগল পাখি’ প্রতীকে নির্বাচনে অংশ নেব।”

তিনি এই নির্বাচনে নকলা ও নালিতাবাড়ীবাসীর দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট