
মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি বকশীগঞ্জ | ১৫ জানুয়ারি, ২০২৬
জামালপুরের বকশীগঞ্জে নয়টি উপজেলার সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন প্রকল্পের আওতায় মাসব্যাপী গণশুনানি কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নগর উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
‘নয়টি উপজেলার সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন পাইলট প্রকল্প (সংশোধিত ১০টি উপজেলা) (১ম সংশোধিত)’ শীর্ষক এই প্রকল্পের আওতায় এই গণশুনানি চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এই প্রক্রিয়ায় উপজেলার জনপ্রতিনিধি এবং সাধারণ নাগরিকরা তাদের নিজ নিজ এলাকার উন্নয়ন পরিকল্পনা নিয়ে সরাসরি মতামত প্রদানের সুযোগ পাবেন।
উক্ত প্রকল্পের সিনিয়র প্ল্যানার ও প্রকল্প পরিচালক কাজী মো. ফজলুল হক জানান, একটি আধুনিক ও পরিকল্পিত মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য স্থানীয় জনগণের চাহিদা ও মতামত অত্যন্ত জরুরি। তিনি উন্নয়নের এই মহাযজ্ঞে অংশ নিতে এবং গঠনমূলক মতামত প্রদানের জন্য বকশীগঞ্জবাসীকে গণশুনানিতে অংশ নেওয়ার আহ্বান জানান।