
মাহফুজুর রহমান সাইমন, শেরপুর প্রতিনিধি | ১৫ জানুয়ারি, ২০২৬
অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শেরপুর পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস)-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১২টায় বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোমলমতি শিক্ষার্থীদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন শেরপুর জেলার পুলিশ সুপার ও ‘প্লেস’-এর সভাপতি জনাব মো. কামরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মো. মিজানুর রহমান ভূঁয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)।
নাসরিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)।
এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সৃজনশীলতার প্রশংসা করেন এবং আগামীতে এই প্রতিষ্ঠানটি জেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।