1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে নির্বাচন ও গণভোট নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়: জনসচেতনতায় জোর রাণীনগরে অগ্নিকাণ্ডে পুড়ল দুই দোকান, ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি শেরপুরে উৎসবমুখর পরিবেশে পুলিশ লাইন্স একাডেমির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বকশীগঞ্জে নগর উন্নয়ন অধিদপ্তরের মাসব্যাপী গণশুনানি শুরু পলাশী ফতেপুর পূর্বপাড়ায় রাস্তা সংস্কার: ছাত্রদল নেতার উদ্যোগে দুর্ভোগের অবসান হাইকোর্টের নির্দেশে শেরপুর-২ আসনে এবি পার্টির আব্দুল্লাহ বাদশার মনোনয়ন পত্র গ্রহণ ঝিনাইগাতীতে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শেরপুরে জমকালো আয়োজনে জেলা প্রশাসক T-20 ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্তি হিংসা নয়, সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মাছুদুর রহমান মিলন বাঘায় ছাত্রদলের উদ্যোগে রাস্তা সংস্কার: দুর্ভোগ থেকে মুক্তি পেল এলাকাবাসী

গাজীপুরে নির্বাচন ও গণভোট নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়: জনসচেতনতায় জোর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে
গাজীপুরে নির্বাচন ও গণভোট নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়: জনসচেতনতায় জোর

আশিকুর রহমান, গাজীপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত রয়েছে—গণভোট। গণভোটের ফলাফলের ওপরই নির্ভর করবে ভবিষ্যতে আমাদের দেশ কোন পথে পরিচালিত হবে। তাই গণভোটের গুরুত্ব অনুধাবন করা এবং এতে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন ও গণভোটে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা এবং সচেতনভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। এ লক্ষ্যেই গাজীপুর সিটি কর্পোরেশন মাসব্যাপী ব্যাপক জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে। লিফলেট বিতরণ, ব্যানার ও বিলবোর্ড স্থাপন, মাইকিং এবং ভ্রাম্যমাণ গাড়িতে ভিডিওচিত্র প্রদর্শনের মাধ্যমে ভোটারদের কাছে গণভোটের গুরুত্ব তুলে ধরা হচ্ছে।’

এসব কর্মসূচি সফল করতে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘মানুষের ভোটাধিকার রক্ষা ও একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে। প্রশাসন, নির্বাচন সংশ্লিষ্ট সংস্থা ও গণমাধ্যম একসঙ্গে দায়িত্বশীল ভূমিকা পালন করলে নির্বাচন ঘিরে কোনো অস্থিরতা সৃষ্টি হবে না।’ এসময় তিনি বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারে কান না দিয়ে সবাইকে সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব আমিন আল পারভেজ।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা নির্বাচন ও গণভোট সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট