মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪) এর বিশেষ অভিযানে ১৮৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর তিনানী বাজারস্থ তানবীরুল উম্মাহ মাদরাসার গেইটের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। এসময় শেরপুর জেলার বাসিন্দা মো. মাফাজ উদ্দিন (৩৩) ও মো. আরফান রেজা (২০) কে আটক করা হয়।
তাদের দেহ তল্লাশী করে ১৮৯ পিস ইয়াবা ট্যাবলেট, বহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৬ হাজার ৭শ টাকা বলে জানায় র্যাব।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।