আশিকুর রহমান, গাজীপুর :
গাজীপুরের বাসন সড়ক এলাকায় বকেয়া বেতনের দাবিতে আলিফ ক্যাজুয়াল নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে শুরু হওয়া এ বিক্ষোভে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখে।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শ্রমিকদের দাবি—তাদের তিন মাসের বকেয়া বেতন রয়েছে। অথচ কারখানা কর্তৃপক্ষ এক মাসের পাওনাও পরিশোধ করেনি। এ অবস্থায় আজ সকালে শ্রমিকরা আন্দোলনে নামলে এক পর্যায়ে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে।
এ ঘটনায় শিল্প পুলিশের পাঁচ সদস্যসহ অন্তত ২০ জন শ্রমিক আহত হন।
শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, গত ২৮ আগস্ট কারখানাটি সাধারণ ছুটি ঘোষণা করেছিল এবং আজ তা খোলার কথা ছিল। তবে শ্রমিকরা বেতন না পাওয়ায় রাস্তায় নেমে আসে। তিনি বলেন, আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।