ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শুক্রবার সন্ধ্যায় পৌর স্বেচ্ছাসেবক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি অনুষ্ঠিত হয় পীরগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে পূর্ণিমা কমিউনিটি সেন্টারে।
সভায় পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুর আলম সিদ্দিক সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব রুবেল হক সঞ্চালনা করেন। প্রধান বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুল ইসলাম মুন্না, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক সেলিম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক হাসানুল আল বান্না, পীরগঞ্জ সরকারি কলেজের সাবেক ছাত্রদলের সভাপতি মোঃ শরীফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল এবং পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন।
সভায় পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং দলীয় কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।