বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাকেরগঞ্জের দূর্গাপাশা ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় ডিজিএল মাধ্যমিক বিদ্যালয়ে সম্মেলনের প্রথম পর্ব শুরু হয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য স্বপন শিকদার।
এরপর উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজানের সভাপতিত্বে গনতান্ত্রিক প্রক্রিয়ায় প্রার্থীতা ঘোষণা ও বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের দ্বিতীয় পর্বের কার্যক্রম শুরু হয়। এসময় সর্বসম্মতিক্রমে আবুল হোসেন শিকদার সভাপতি এবং জাকির রাঢ়ী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপি দক্ষিণের আহবায়ক ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ১ নং সদস্য মিসেস সেলিনা হোসেন বাবলী, পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য হারুন শিকদার, জিয়াউল আহসান জুয়েল চেয়ারম্যান, মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান, নাসির হাওলাদার, শিকদার খলিলুর রহমান, অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ, জাহাঙ্গীর আলম দুলাল ভিপি এবং রুহুল আমিন জোমাদ্দার।
এছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত হোসেন খান বিপু, উপজেলা যুবদলের সদস্য সচিব রুবেল জোমাদ্দার, সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল হুদা সুমন, উপজেলা মহিলা দলের সভাপতি মির্জা খাদিজা, উপজেলা ছাত্রদলের আহবায়ক নেয়ামুল হক নাহিদ, সদস্য সচিব রাকিব তালুকদার এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন হাওলাদার ও উপজেলা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।
সম্মেলনে দলের শক্তি বৃদ্ধি, তৃণমূল সংগঠনের উন্নয়ন এবং সমন্বিত কার্যক্রম গ্রহণের বিষয়ে নানা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ত্রি-বার্ষিক সম্মেলন স্থানীয় রাজনীতিতে বিএনপির কার্যক্রমকে আরও সক্রিয় এবং দৃঢ় করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হয়েছে।