রবিউল ইসলাম, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ঘাকপাড়া বাজারে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সেনাবাহিনীতে কর্মরত বড় ছেলের নামে সব সম্পদ লিখে দেওয়া এবং মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সাদ্দাম হোসেন সাগর।
সংবাদ সম্মেলনে সাদ্দাম হোসেন লিখিত বক্তব্যে জানান, গ্রামের জালাল উদ্দিন তার ভিটেবাড়িসহ ১১২ শতক জমি বড় ছেলে রেজাউল করিমের নামে লিখে দিয়েছেন। এছাড়াও জমি বিক্রির ১৫ লাখ টাকা তিনি রেজাউল করিমকে দিয়েছেন। অন্যদিকে, রেজাউল করিম ময়মনসিংহ শহরে দুই ভাইয়ের নামে যৌথভাবে জমি কেনার কথা বলে ছোট ভাই সাগরের কাছ থেকে ২২ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করেন। পরে ওই জমি নিজ নামে দলিল করেন এবং টাকাও ফেরত দেননি।
সাদ্দাম হোসেন আরও অভিযোগ করেন, তার মেয়ের নামে জালাল উদ্দিন লিখে দেওয়া ২৫ শতক জমি বিক্রি করতে গেলে জালাল উদ্দিন ও রেজাউল মিলে বাধা দিয়েছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিকবার সমস্যা সমাধানের চেষ্টা করা হলেও পিতা-পুত্র উপস্থিত হননি। একপর্যায়ে বৈঠকে জালাল উদ্দিন ও ছোট ছেলের মধ্যে বাকবিতণ্ডা বাধে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পরবর্তীতে পিতা-পুত্রের এ বাকবিতণ্ডাকে বড় ছেলে কর্তৃক পিতাকে মারধরের ঘটনা সাজিয়ে নালিতাবাড়ী থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের প্রেক্ষিতে থানা কর্তৃপক্ষ পারিবারিক বিষয় হিসেবে আপোষের চেষ্টা চালালে ব্যর্থ হয়।
এছাড়া সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, রেজাউল করিম প্রভাব খাটিয়ে ওই মামলার মনগড়া প্রতিবেদন প্রস্তুত করেছেন। ভুক্তভোগী সাদ্দাম হোসেন দাবি করেন, বিষয়টি পরিবারের ভেতরে সীমাবদ্ধ না রেখে গণমাধ্যমের মাধ্যমে প্রাপ্ত তথ্য জনসমক্ষে আনা জরুরি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা, যারা বিষয়টি নিয়ে সচেতন ও ন্যায়সঙ্গত সমাধানের দাবি জানান।