মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ভোক্তা অধিকারের অধিকার রক্ষায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে তিনটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তিনানী বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুরের সহকারী পরিচালক আরিফুল ইসলাম। অভিযানে বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, তিনানী বাজারের বেশ কয়েকটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ রাখা হয়েছিল। এছাড়া কিছু দোকান লাইসেন্স ছাড়াই ওষুধ বিক্রি করছিল। এসব অপরাধ প্রমাণিত হওয়ায় তিন দোকানিকে ৪ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ সময় ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে তাৎক্ষণিকভাবে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযানে প্রসিকিউটর অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আব্দুল মান্নাফ। নিরাপত্তা নিশ্চিতে উপস্থিত ছিলেন শেরপুর পুলিশ লাইনের সদস্যরা।
অভিযান চলাকালে সহকারী পরিচালক আরিফুল ইসলাম বলেন, “ভোক্তার অধিকার সুরক্ষা এবং সাধারণ জনগণকে সচেতন করতেই আমাদের এই অভিযান পরিচালনা করা হয়। কোনোভাবেই জনগণের স্বাস্থ্য নিয়ে কারও ব্যবসা করার সুযোগ দেওয়া হবে না। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি কিংবা লাইসেন্স ছাড়া ব্যবসা করা আইনত দণ্ডনীয় অপরাধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “সাধারণ মানুষকে নিরাপদ ওষুধ সরবরাহ করা প্রতিটি ব্যবসায়ীর নৈতিক দায়িত্ব। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী নিয়ম মানতে অনীহা দেখান। এর ফলে সাধারণ ক্রেতারা স্বাস্থ্যঝুঁকিতে পড়েন। তাই নিয়মিত বাজার তদারকি করা হবে।”
অভিযানে স্থানীয় ভোক্তারা উপস্থিত থেকে ভোক্তা অধিকারের এই কার্যক্রমকে স্বাগত জানান। তাদের মতে, এ ধরনের অভিযান শুধু ব্যবসায়ীদেরই নয়, সাধারণ মানুষকেও সচেতন করে তোলে। তারা আশা প্রকাশ করেন, প্রশাসনের তৎপরতায় ভবিষ্যতে আর কোনো ব্যবসায়ী এ ধরনের অনিয়মে জড়াবে না।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, শুধু ফার্মেসি নয়, খাদ্যদ্রব্য, কসমেটিকস ও দৈনন্দিন ব্যবহার্য অন্যান্য পণ্যের ক্ষেত্রেও নিয়মিত অভিযান চালানো হবে। আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছে, এ ধরনের কার্যক্রম আরও ঘন ঘন হলে বাজারে অনিয়ম কমে যাবে এবং ভোক্তারা নির্ভয়ে কেনাকাটা করতে পারবেন।
সব মিলিয়ে, মঙ্গলবারের এ অভিযানে জরিমানার পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে যেন ভবিষ্যতে তারা ভোক্তাদের স্বাস্থ্য ও অধিকার ক্ষুণ্ন না করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং কোনো অনিয়মের অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।