1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে এ্যাড. নজরুল ইসলাম খান রাজনের পথসভা ও গণসংযোগ নালিতাবাড়ীতে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল তৃতীয় শ্রেণির ছাত্র আশরাফুলের — এলাকায় শোকের ছায়া গাজীপুরে প্রজেক্ট হেলথ-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা — মানবতার ছোঁয়া ছড়িয়ে দিচ্ছেন ডা. মোতাছিম বিল্লাহ আলম শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি আগুনে পুড়ে ছাই দিনমজুর কালামের ঘর, খোলা আকাশের নিচে পরিবার পঞ্চগড়ে অর্থ আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু ভিডিও রেকর্ড করার প্রয়োজন নেই, আজ আপনাদের সঙ্গে মন খুলে কথা বলব” — মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন বকশীগঞ্জে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার কমলনগরে মহিলা মেম্বারের বসতঘরে আগুন, বিক্ষুব্ধ জনতার অভিযানে দুজন নারী আটক ব্যানার-ফেস্টুনে মুখর ডিমলা: বিএনপির সদস্য সংগ্রহ অভিযানে উৎসবের আমেজ

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভের দৃশ্য।
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভের দৃশ্য।

আশিকুর রহমান, গাজীপুরঃ

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে গাজীপুর ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এ বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করা হয়।

উপ-সহকারী প্রকৌশলী পদ নিয়ে অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন। তাদের অভিযোগ, কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মর্যাদা খর্বের ষড়যন্ত্র চলছে এবং অযৌক্তিক দাবির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। তারা স্লোগান দিয়ে অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধ করার দাবি জানান।

বিক্ষোভকারীরা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার অস্বীকার করা হচ্ছে। যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। দাবি পূরণ না হলে আন্দোলন আরও তীব্র করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভের কারণে দীর্ঘ সময় ধরে উভয় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। ফলে শত শত যানবাহন আটকে পড়ে এবং যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন আলম খান জানান, শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করছেন। এতে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট