আশিকুর রহমান, গাজীপুরঃ
গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে গাজীপুর ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এ বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করা হয়।
উপ-সহকারী প্রকৌশলী পদ নিয়ে অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন। তাদের অভিযোগ, কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মর্যাদা খর্বের ষড়যন্ত্র চলছে এবং অযৌক্তিক দাবির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। তারা স্লোগান দিয়ে অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধ করার দাবি জানান।
বিক্ষোভকারীরা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার অস্বীকার করা হচ্ছে। যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। দাবি পূরণ না হলে আন্দোলন আরও তীব্র করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
বিক্ষোভের কারণে দীর্ঘ সময় ধরে উভয় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। ফলে শত শত যানবাহন আটকে পড়ে এবং যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন আলম খান জানান, শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করছেন। এতে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা চলছে।