শাহিন হাওলাদার, বরিশাল প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ। তিনি বক্তৃতায় বলেন, “ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সেদিকে প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।”
প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জমাদ্দার, সাধারণ সম্পাদক শাহীন তালুকদার, বাকেরগঞ্জ ইসলামী আন্দোলনের সভাপতি রোকন ডাকুয়া, বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা বৃন্দ। এছাড়া নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং উপজেলার সকল পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন করতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনগণকে একযোগে কাজ করতে হবে। ধর্মীয় উৎসবের মর্যাদা রক্ষা ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা আবশ্যক।
উপস্থিত নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা এ ধরনের সভার মাধ্যমে সমন্বয় বাড়ানোর গুরুত্ব উল্লেখ করেন। তারা বলেন, উৎসবের সময়ে পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসসহ সকল নিরাপত্তা সংস্থার সহযোগিতা নিশ্চিত করতে হবে। এছাড়া সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোও স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, দুর্গাপূজা চলাকালে সকল পূজামণ্ডপের নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জরুরি সেবা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয়দেরও বলা হয়েছে, উৎসব উদযাপনের সময় আইন-শৃঙ্খলা মেনে চলা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তারা আরও উল্লেখ করেন, ধর্মীয় সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে সকল উৎসবের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সম্ভব। প্রশাসন ও স্থানীয় নেতাদের এই যৌথ উদ্যোগ উৎসবকে আনন্দময় এবং নিরাপদ করবে।