মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার :
শারদীয় দুর্গোৎসব-২০২৫ নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে নোয়াখালীর চাটখিলে পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ৩টায় চাটখিল থানার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী এবং সঞ্চালনা করেন তদন্ত (ওসি) সুলতান আহমেদ। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছ আহমেদ হানিফ, এসআই আলমগীর হোসেন, চাটখিল পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক শ্রী হারাধন পাল, যুগ্ম সাধারণ সম্পাদক সমীর পাল, চাটখিল উদযাপন পরিষদের আহ্বায়ক নারায়ন পাল, সাধারণ সম্পাদক মানিক চন্দ্র দেবনাথসহ বিভিন্ন পূজা মন্ডপ ও উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভা শ্রী শ্রী গৌর নিতাই সেবাশ্রমের বাবু রতন চক্রবর্তী, মজুমদার বাড়ী জয়া পূজা মন্ডপের সভাপতি বাবু অনিল দাস, শাহাপুর বাজার সনাতন হরিসভার সভাপতি বাবু নকুল বনিক, পাল্লা জগন্নাথ মন্দির সভাপতি উওম কুমার দাস ও সাধারণ সম্পাদক ফরিকীত কুমার দাস, পাল্লা রাধা গোবিন্দ মন্দির সভাপতি জয়ন্ত চক্রবর্তীসহ অন্যরা।
সভায় ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরার আওতায় আনা হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। এছাড়া পূজা উদযাপন কমিটির সদস্যদের সহযোগিতায় আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে। তিনি আরও বলেন, রাত ১২টার পর পূজা মন্ডপের নিরাপত্তা জোরদার করতে হবে এবং বিদ্যুৎ বিভ্রাট ঘটলে জেনারেটরের মাধ্যমে বিকল্প ব্যবস্থা রাখতে হবে।