
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে একসাথে চারটি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ সভা কক্ষ ও অডিটোরিয়ামে এসব সভা অনুষ্ঠিত হয়।
দিনের প্রথমে উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এর পরপরই মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা, আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা এবং সর্বশেষ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রথমবারের মতো সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিটি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। এছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাফিজ মো. রায়হান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন কমিটির সদস্য, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র প্রতিনিধি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্প্রীতি সমাবেশ শেষে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৪৫টি পূজা মন্ডপের প্রতিটিতে সরকারের পক্ষ থেকে ৫০০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সম্প্রীতি সমাবেশে বক্তারা বলেন, আসন্ন দুর্গাপূজা যেন শান্তি ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে। কোনো অপ্রীতিকর ঘটনার আগেই যথাসময়ে প্রশাসনকে তথ্য দেওয়ার আহ্বান জানান প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান।