আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :
গাজীপুরের কোনাবাড়ীতে আজ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কোনাবাড়ী থানার সভাপতি প্রার্থীসহ এমসিপির শীর্ষস্থানীয় নেতারা।
পদযাত্রায় বক্তারা বলেন, জনগণের দোরগোড়ায় গিয়ে এনসিপির পক্ষে দোয়া চাওয়া ও সমর্থন আদায়ই তাদের প্রধান উদ্দেশ্য। তারা জানান, এনসিপি এমন একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে থাকবে না সন্ত্রাস, চাঁদাবাজি, ধান্দাবাজি কিংবা দালালি। লক্ষ্য হবে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নয়নমুখী দেশ নির্মাণ।
কর্মসূচিতে নেতৃবৃন্দ সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং এনসিপির রাজনৈতিক লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরেন। তারা জানান, দেশের প্রতিটি ঘরে ঘরে এনসিপির বার্তা পৌঁছে দিতে এ ধরনের পদযাত্রা অব্যাহত থাকবে।
স্থানীয় এলাকায় পদযাত্রাটি ব্যাপক সাড়া জাগায়। বিপুলসংখ্যক সাধারণ মানুষের অংশগ্রহণে কর্মসূচিটি এক আনন্দঘন পরিবেশে রূপ নেয়।