1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে এ্যাড. নজরুল ইসলাম খান রাজনের পথসভা ও গণসংযোগ নালিতাবাড়ীতে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল তৃতীয় শ্রেণির ছাত্র আশরাফুলের — এলাকায় শোকের ছায়া গাজীপুরে প্রজেক্ট হেলথ-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা — মানবতার ছোঁয়া ছড়িয়ে দিচ্ছেন ডা. মোতাছিম বিল্লাহ আলম শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি আগুনে পুড়ে ছাই দিনমজুর কালামের ঘর, খোলা আকাশের নিচে পরিবার পঞ্চগড়ে অর্থ আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু ভিডিও রেকর্ড করার প্রয়োজন নেই, আজ আপনাদের সঙ্গে মন খুলে কথা বলব” — মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন বকশীগঞ্জে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার কমলনগরে মহিলা মেম্বারের বসতঘরে আগুন, বিক্ষুব্ধ জনতার অভিযানে দুজন নারী আটক ব্যানার-ফেস্টুনে মুখর ডিমলা: বিএনপির সদস্য সংগ্রহ অভিযানে উৎসবের আমেজ

জেনারেল হাসপাতাল দখলের চেষ্টা: পার্টনারশিপে দ্বন্দ্ব, থানায় অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে
রাজশাহী জেনারেল হাসপাতাল পার্টনারশিপ দ্বন্দ্ব ও থানায় অভিযোগ
রাজশাহী জেনারেল হাসপাতালে দখল ও অনিয়মের অভিযোগে পার্টনারশিপে দ্বন্দ্ব, থানায় অভিযোগ দায়ের।

আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীর রাজপাড়া থানাধীন লক্ষ্মীপুরে অবস্থিত রাজশাহী জেনারেল হাসপাতালে পার্টনারদের মধ্যে তীব্র দ্বন্দ্ব দেখা দিয়েছে। অনিয়ম ও দুর্নীতিকে কেন্দ্র করে এই দ্বন্দ্বের সূত্রপাত হয়েছে বলে অভিযোগ উঠেছে। হাসপাতালটি পার্টনারশিপ চুক্তির ভিত্তিতে যৌথভাবে পরিচালিত হলেও ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ন খালেদ শিহাবের বিরুদ্ধে মূলত অভিযোগগুলো ওঠে।

২০২১ সালের ২৫ মার্চ চুক্তি অনুযায়ী হাসপাতালটি ৬২ জন পার্টনারের অংশীদারিত্বে পরিচালিত হচ্ছে। চুক্তি মোতাবেক আবু সাদাত মো. সায়েম (রাজু) চেয়ারম্যান এবং হুমায়ন খালেদ শিহাব ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

চেয়ারম্যান রাজুর অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে শিহাব প্রতিষ্ঠানের আর্থিক হিসাব প্রদান না করে নানা অজুহাতে গড়িমসি করে আসছিলেন। ফলে কর্মকর্তা-কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল ও প্রয়োজনীয় সামগ্রী কেনায় সমস্যা দেখা দেয়। পার্টনারদের চাপের মুখে পড়ে তিনি হিসাব দেওয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেননি।

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় নির্ধারিত সময়ে হিসাব না দিয়ে শিহাব তার সহযোগীদের নিয়ে ম্যানেজারের কক্ষে প্রবেশ করেন এবং পরে চেয়ারম্যানের চেম্বারে ঢুকে সিসি ক্যামেরা ভাঙচুর করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় গালিগালাজ, হুমকি ও প্রাণনাশের ভয় দেখানোর ঘটনাও ঘটে।

পরবর্তীতে চেয়ারম্যান রাজুসহ অন্যান্য পার্টনাররা বৈঠক করে আইনগত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন এবং শিহাবসহ আরও কয়েকজনের বিরুদ্ধে রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অন্যদিকে, শিহাব নিজেকে হাসপাতালের একক মালিক দাবি করলেও প্রমাণপত্র দেখাতে পারেননি। ক্যামেরা ভাঙার বিষয়ে তিনি দাবি করেন, “আমার প্রতিষ্ঠান, আমার অনুমতি ছাড়া ক্যামেরা বসানো হলে সেটা ভাঙতেই পারি।”

এ বিষয়ে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, “পার্টনারদের মধ্যে আর্থিক হিসাব নিয়ে দ্বন্দ্ব চলছে। উভয় পক্ষ অভিযোগ করেছে। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট