মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার :
নোয়াখালীর সোনাইমুড়ীতে ১৪ কেজি গাঁজাসহ সুবর্ণা আক্তার (২১) নামের এক তরুণীকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে সোনাইমুড়ী পৌরসভার বাইপাস মোড় এলাকার ইকোনো বাস কাউন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার বিকেলে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার সুবর্ণা আক্তার কুমিল্লা সদর উপজেলার পুরান চৌয়ারা গ্রামের আব্দুল খালেকের মেয়ে।
পুলিশ জানায়, সুবর্ণা দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত। তিনি ১৪ কেজি গাঁজা নিয়ে প্রথমে কুমিল্লা থেকে ঢাকায় যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে গ্রেপ্তার এড়াতে কুমিল্লার বাস এড়িয়ে সোনাইমুড়ী হয়ে অন্য বাসে ওঠার চেষ্টা করেন। কিন্তু বাসে উঠার পরপরই গাঁজার গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম জানান, “ওই তরুণীর লাগেজ তল্লাশি চালিয়ে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”