মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার :
চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে প্রতারণা ও হয়রানির দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ৭ দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসাইন এবং র্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— মিলন (৩৫), হারুন (৩৪) ও সজিব (২৫) প্রত্যেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, রতন (৩৮) ৩০ দিনের কারাদণ্ড, আকরাম হোসেন (২৫) ৭ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা, স্বপন (৪৪) ও মাসুদ (৪৫) কে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এ হাসপাতালের ভিতরে ও বাইরে একটি দালাল চক্র রোগীদের বিভিন্নভাবে হয়রানি করছিল। তারা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের নানা প্রলোভন দেখিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যেত এবং এর বিনিময়ে বড় অঙ্কের কমিশন নিত। পাশাপাশি নানা অজুহাতে পরীক্ষা-নিরীক্ষার নামেও রোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। অভিযোগের ভিত্তিতে দুপুরে অভিযান চালিয়ে হাসপাতালের বিভিন্ন স্থান থেকে ৭ জন দালালকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের শাস্তি দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসাইন বলেন, “হাসপাতালে দালালদের দৌরাত্মের কারণে রোগীরা সঠিক সেবা পাচ্ছিল না। তাই রোগীদের স্বার্থেই এই অভিযান চালানো হয়েছে।”
র্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু বলেন, “রোগীদের চিকিৎসা সেবার মানোন্নয়নে দালাল চক্র নির্মূল করতে এ অভিযান অব্যাহত থাকবে।”